পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- কেনোপনিয়ৎ § ۹ وه যং ( যে চৈতন্যজ্যোতি:কে ) শ্রোত্রেন ( শব্দোপলব্ধির অসাধারণ সাধন শ্রবণেন্দ্রিয়দ্বারা ) ন শৃণোতি ( শ্রবণেন্দ্ৰিয়ের বিষয়ৰূপে লোকে জানিতে পারে না ) যেন ( যে চৈতন্যজ্যোতি: দ্বারা ) ইদং শ্রোত্ৰং শ্রুতং (শ্রবণেন্দ্ৰিয় চৈতন্যময় হইয়া শব্দ প্রকাশ করিতে সমর্থ হয় ) তদেব ব্ৰহ্মত্বং বিদ্ধি ( সেই আত্মচৈতন্যজ্যোতিঃকেই তুমি ব্ৰহ্ম বলিয়া জানিবে ) নেদং যুৎ ইদং উপাসতে ( লোকে যাহাকে শ্রবণেন্দ্রিয়ের বিময়রপে উপাসনা করে, জ্ঞানেন্দ্রিয়গ্রাহ সেই পরিচ্ছিন্ন অনাত্মবস্তু কখনই ব্ৰহ্ম নহেন ॥৮ যে চৈতনায়জ্যোতিঃকে শব্দেগপলব্ধির অসাধারণ সাধন শ্রবণেন্দ্রিয় দ্বারা শ্রবণেন্দ্রিয়ের বিষয়ক্রপে কেহ জানিতে পারে না, যে চৈতনাজ্যোতিঃ দ্বারা শ্রবণেন্দ্ৰিয় চৈতন্যময় হইয়া শব্দপ্রকাশ করিতে সমর্থ হয়, সেই মা চৈতনাজ্যোতি’কেই তুমি ব্রহ্ম বলিয়া জানিবে। লোকে যাহাকে শ্রবণেন্দ্রিসের বিষয়ৰূপে উপাসনা করে, জ্ঞানেন্দ্রিয় গ্রাহ সেই পরিচ্ছিন্ন অনাত্মবস্তু কখনই ব্রহ্ম নতেন ॥৮ যৎ প্রাণেন ন প্রাণিতি যেন প্রাণঃ প্রাণীয়তে । তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে ॥ ৯ ॥ ইতি প্রথম খণ্ড: সমাপ্ত: ॥ য২ ( যে আত্মচৈতন্য জ্যোতিঃকে ) প্রাণেন ( প্রাণপণনাদি পঞ্চবৃত্তাত্মক প্রাণ দ্বারা ) ন প্রাণিতি ( কেহই পোষণ করিতে পারে না, কিংবা নাসারদ্ধে অবস্থিত প্রাণ অর্থাৎ ভ্রাণেক্রিয় যে চৈতন্যজোতি:কে - গন্ধবৎ বিষয় করিতে পারে না ) যেন ( যে আত্মচৈতন্মজ্যোতি: দ্বারা উদ্ভাসিত হইয়া ) প্রাণ: ( পঞ্চবৃত্তাত্মক প্রাণ কিংবা ভ্রাণেক্রিয় ) প্রশীয়তে (স্ব স্বব্যাপারে প্রবৃত্ত হইতে সমর্থ হয় ) তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি তোহাকেই তুমি ব্ৰহ্ম বলিয়া জানিবে ) নেদং যদিদমুপাসতে (লোকে প্রাণাপানাদি