পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেনোপনিয২ . | స অথেন্দ্রমব্রুবন, মঘবন্নেতদ বিজানীহি কিমেতদ যক্ষ. মিতি ৷ তথেতি তদভ্যদ্রবৎ । তস্মাৎ তিরোদধে ॥১১ অথ (বিগতগৰ্ব্ব বায়ুর বচন শ্রবণানন্তর ) ইন্দ্রং ( স্বর্গের অধিপতি বস্থধারী ইন্দ্রকে কিংব আদিত্যকে ) আক্ৰবন (দেবগণ বললেন ) মঘবন ( হে পূজ্য ইন্দ্র ) এতৎ যক্ষং কিং ( এই যক্ষ কে ) এতং ইতি বিজানীহি ( তাহ অবগত হও ) তথেতি ( তথাস্তু )তং ( সেই যক্ষকে ) অভ্যদ্রবৎ ( লক্ষ্য করির দ্রুত গমন করিয়াছিলেন ) ভস্মাং (ইন্দ্রের নিকট হইতে ) তিরোদধে ( যক্ষ অস্তুiহত হইয়াছিলেন । ইন্ত্রের ‘আমি ইন্দ্র’ এইরূপ ইন্দ্রত্বের অভিমান নিরাকরণ করিবার জন্য ইন্দ্রের সহিত সম্ভাষণ মাত্রও না করিয়া অন্তষ্ঠিত হইলেন ) ॥১১ বিগত গৰ্ব্ব বায়ুর বচন শ্রবণানস্তর দেবগণ বড়ধারী, স্বগের অধিপতি ইন্দ্রকে বললেন—ঃে পূঃ ইন্দ্র, এই যক্ষ কে তাহ অবগত হও ইন্দ্র তথৗস্তু বলিয়া সেই যক্ষকে লক্ষ্য করিয়া তৎসমীপে দ্রুত গমন করিয়াছিলেন। ইন্দ্রের "আমি ইন্দ্র" এইরূপ ইন্দ্রত্বের অভিমান নিরীকরণ করিবার জন্ত সমীপগত ইন্দ্রের সহিত সম্ভাষণ মাত্রও না করিয়া ইন্দ্রের নিকট হইতে যক্ষ অন্তষ্ঠিত হইলেন ॥১১ স তৰ্ম্মিন্নেবাকাশে স্ক্রিয়মাজগাম বহুশোভমানামুমা হৈমবতীম । তাং হোবাচ কিমেতদ যক্ষমিতি ॥১২ স: সেই ইন্দ্র বিগতাভিমান হইয়া) তস্মিন এব আকাশে ( যে স্থানে যক্ষ প্রাদুর্ভূত হইয়াছিলেন এবং যে স্থান হষ্টতে তিরোহিত হইয়াছিলেন সেই আকাশ প্রদেশে অবস্থান করিয়া ক্ষের স্বরূপ ধান করিতে লাগিলেন। বিজজ্ঞাহু ছন্ত্রের যন্ধের প্রতি ঐকান্তিক পরমভক্তি ।