পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ 소 \ কেনোপনিষৎ অবগত হইয়া উমারপিনী ব্রহ্মবিদ্য ইন্ত্রের সম্মুখে প্রাচুর্ভূত হইলেন ) বহুশোভমানাং (বহুবিধ সৌন্দর্য্যেভূষিত) স্ক্রিয়ং ( স্ত্রীরূপে গ্রাজুভূত ) . হৈমবতীং (হিমালয়ের তনয় কিংবা সুবর্ণালঙ্কারে ভূষিতা ) উমাং ( দুর্গারূপে আবিস্তৃত ব্রহ্মবিদ্যা রূপিনী উমার সমীপে ) আজগাম ইন্দ্র আগমন করিলেন ) তাং ( এবং তাছাকে ) হ উবাচ ( জিজ্ঞাসা করিলেন ) এতদ যক্ষম কিমিতি ( এই যক্ষ কে ? ) ॥১২ ইন্দ্র বিগতাভিমান হইয়া যে স্থানে যক্ষ প্রাচুভূত এবং তিরোহিত হইয়াছিলেন সেই আকাশ প্রদেশে অবস্থান করিয়া যক্ষের স্বরূপ ধ্যান করিতে লাগিলেন। বিজিজ্ঞাসু ইন্দ্রের যক্ষের প্রতি ঐকান্তিকী পরমাভক্তি অবগত হইয়া উমারপিনী ব্রহ্মবিদ্যা ইন্দ্রের সম্মুখে প্রাদুর্ভূত হইলেন । ইন্দ্র বহুবিধ সৌন্দর্য্যে ভূষিত স্ত্রীরূপে প্রাদুর্ভূত হিমালয় তনয় কিংবা সুবৰ্ণালঙ্কারে মণ্ডিত দুর্গারূপে আবির্ভূত ব্রহ্মবিদ্যারূপিণী উমার সমীপে আগমন করিয়া তাঙ্গকে জিজ্ঞাসা করিলেন—এই যক্ষ কে ? ॥১২_ " که شد. ইতি কেনোপনিষদে তৃতীয় খণ্ড সমাপ্ত হইল ॥, M অথ চতুর্থ খণ্ডঃ সাব্রহ্মেতি হোবাচ ব্রহ্মণো বা এতদ্বিজয়ে মহীয়ধ্বমিতি । ততো হৈব বিদাং চকার ব্রহ্মেতি ॥১ - সা (ইন্দ্র কর্তৃক জিজ্ঞাসিত ব্রহ্মবিদ্যারূপিনী উমা ) উবাচ ( বলিলেন ) ক্ষ হ ইতি ( তোমাদের সমীপে যিনি প্রাদুস্তৃত ও অন্তৰ্হিত হইয়াছেন তনি ব্রহ্ম, বৃহৎ অর্থাৎ দেশকাল বস্তু দ্বারা অপরিচ্ছিন্ন নিত্য চিন্মাত্র রূপ ) ব্রহ্মণ:বৈ বিজয়ে ( এইব্রহ্ম নিমিত্ত অসুরদিগের উপর বিজয়লাভে ) তং মহীয়ধবং ইতি ( তোমরা এইরূপ মহিমা প্রাপ্ত হইয়াছ ) ততঃ ই এৰ