পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩০
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

না৷ হা বিধাতঃ! এমন যে অক্ষয় তুণ, এই বিপদের সময় তাহাও শূন্য হইয়া গেল৷

 কাজেই দস্যুরা স্ত্রীলোকদিগের অনেককে ধরিয়া লইয়া গেল, অর্জুন তাহাদিগকে কিছুতেই বারণ করিতে পারিলেন না৷ তখন তিনি ভগ্নহৃদয়ে ইন্দ্রপ্রস্থে আসিয়া, তথায় বজ্রকে রাজা করিলেন৷

 এই সকল ঘটনার কথা ভাবিয়া অর্জুনের মন বড়ই অস্থির হইযা উঠিল৷ তিনি কিছুতেই শান্তিলাভ করিতে না পারিয়া, বাসদেবের নিকট গিয়া উপস্থিত হইলেন৷ ব্যাস তাঁহার মলিন মুখ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে অর্জুন? আজ কেন তোমাকে এরূপ চিন্তিত এবং বিষন্ন দেখিতেছি?”

 এ কথার উত্তরে অর্জুন তাঁহাকে কৃষ্ণ, বলরাম এবং অন্যান্য যাদবগণের মৃত্যুর সংবাদ দিয়া বলিলেন, “কৃষ্ণের শোকে আমার জীবনধারণ করাই ভার বোধ হইতেছে, আমি কিছুতেই শান্তি পাইতেছি না৷ তারপর দ্বারকার নারীগণকে আনয়নকালে একদল দস্যু আমাদিগকে আক্রমণ করে৷ ঐ সময়ে আমার গাণ্ডীবে গুণ চড়ানো অতীব ক্লেশকর হইল; অক্ষয় তুণ শূন্য হইয়া গেল; দিব্য অস্ত্রসকল কিছুতেই স্মরণে আসিল না৷ এই সকল ঘটনার কথা ভাবিয়া আমি নিতান্ত অস্থির হইযাছি৷ ভগবন্! এখন আমরা কি কর্তব্য, তাহা বলুন৷”

 অর্জুনের কথা শুনিয়া ব্যাস বলিলেন, “এই পৃথিবীতে তোমাদের কার্য শেষ হইয়াছে৷ আমার মতে এখন তোমাদের এ স্থান পরিত্যাগ করাই উচিত৷ তোমার কাজ শেষ হওয়াতেই, দিব্য অস্ত্রসকল তোমাকে ছাড়িয়া গিয়াছে, তাই তুমি তাহাদিগকে স্মরণ করিতে পাব নাই৷ এখন তোমাদের স্বর্গারোহণের কাল উপস্থিত সুতরাং তাহারই চেষ্টা দেখ৷”


মহাপ্রস্থানিকপর্ব

দু বংশের বিনাশ ও কৃষ্ণের দেহত্যাগের কথা শুনিয়া য

আর যুধিষ্ঠির পৃথিবীতে থাকিতে চাহিলেন না৷ সুতরাং তিনি এখন মহাপ্রস্থানই (অর্থাৎ প্রাণত্যাগের উদ্দেশ্যে হিমালয়ে প্রস্থান) কর্তব্য বুঝিয়া অর্জুকে বলিলেন, “ভাই! আমি ভাবিয়াছি শীঘ্রই দেহত্যাগ করিব৷ এখন তোমরা কি করিবে, স্থির কর৷”

 অর্জুন বলিলেন, “আমিও তাহাই স্থির করিয়াছি৷”

 এ কথা শুনিয়া ভীম,নকুল, সহদেব এবং দ্রৌপদী বলিলেন, “আমরাও তাই করিব৷”

 এইরূপে সকলের পরামর্শ স্থির হইলে, পরীক্ষিৎকে হস্তিনার রাজা করিয়া যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী মহাপ্রস্থানে উদ্যত হইলেন৷ প্রজাগণ কাতরস্বরে তাহাদিগকে বারণ করিল; কিন্তু তাঁহারা আর মর্তবাসে সম্মত হইলেন না৷

 এইরূপ সময়ের করণীয় অনুষ্ঠানাদি শেষ হইলে, পাণ্ডবগণ এবং দ্রৌপদী মহামূল্য