এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মহাভারতের কথা
গ্রন্থকারের নিবেদন
মহাভারতের অবান্তর গল্পগুলি লইয়া এই পুস্তক লিখত হইল। এসকল গল্পের প্রত্যেকটির আগাগোড়া অবিকল বাখিয়া বালকবালিকাদিগের নিকট বলা একেবাবেই অসম্ভব। আর, তাহার বিশেষ প্রয়োজন আছে বলিয়াও বোধহয় না, কারণ মহাভারতের ভিতরেই এক গল্পের নানারূপ দেখিতে পাওয়া যায়। সুতরাং এই পুস্তকের স্থানে স্থানে মূলের সহিত যে অনৈক্য আছে, তজ্জন্য সহৃদয় পাঠক আমাকে ক্ষমা করিবেন, এই আমার আশা। ইতি—
২২নং সুকিয়া স্ট্রিট, কলিকতা ১৬ আশ্বিন, ১৩১৬ |
শ্রীউপেন্দ্রকিশোর রায়য়চৌধুরী |