পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫৬
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

সম্পাতির লাল পাখা হইল সুন্দর।
আনন্দে আকাশে উড়ে গেল সে চলিয়া,
কোলাহল করে যত বানর মিলিয়া।
তখন অঙ্গদ কয় সকলেরে ডাকি,
“এখন সাগর শুধু ডিঙ্গাইতে বাকি।
তোমরা তো বড় বীর, তায় ভুল নাই,
সাগর ডিঙ্গাবে কেবা, বল দেখি ভাই?”
বড়ই বিষম যেন লাগে সেই কাজ।
“সাগর ডিঙ্গাতে পারে বীর হনুমান।”
চুপ করে ছিল হনু বসে একধারে
সাগর ডিঙ্গাতে কয় জাম্ববান তারে।
হনু বলে, “চল যাই মহেন্দ্র পর্বতে
সাগর ডিঙ্গাতে লাফ দিব সেথা হতে।”

সুন্দরকাণ্ড

হনুমান বড় বীর, ডিঙ্গাবে সাগর,
কিচির-মিচির করে যতেক বানর।
গুছায়ে লইল হনু পর্বতের মতো,
গুছায়ে লইল গায় জোর ছিল যত।
তারপরে দুই পায়ে যেই দিল ভর,
পর্বত নিঙাড়ি জল ঝরে ঝরঝর।
আকাশ ফাটিয়া যায়, উছলে সাগর,
লাফাইল হনুমান বড় ভয়ংকর।
মেঘের উপর দিয়া ছোটে যেন তারা,
দেবতা অসুর সবে ভয়ে হয় সারা।
সুরসারে কয় ডাকি দেবতারা পরে,
“দেখ তো মা, হনুমান কত বল ধরে?”
সুরসা নাগের মাতা, যে সে কেহ নয়,
পৃথিবী গিলিতে পারে যদি মনে লয়।
হনুমান বলে, “বাবা! না জানি কে ইনি!
হাঁ করেছে কত ক্রোশ, দেখ চমৎকার,
বড় যদি নাহি হই, গিলিবে এবার।”