খুকুমণি
এই যে আমাল থোনাল বাবা, থ্যাকলা দিল গলে,
লাঙ্গা তুলি থিল হাতে, খেলতে গেল পলে।
নিদে হাতে তিপ পলেথি, কলে আঙ্গুল দিয়ে,
থোত্ত কাকাল দোয়াত থেকে কালি তুলে নিয়ে।
দেক আমাল কেমন কাপল মা দিয়েথে ভাই,
ধূলোল উপল বথব নাকো, নোংলা হবে তাই।
দিদি দিল লাল ফিতা বেঁধে আমাল তুলে,
বাবা খেল এত্ত তুমু কোলেল উপল তুলে।
তাই ত আমাল তুল এথেথে তোখেল উপল তলে,
দাদা বলবে নোংলা মেয়ে নেবে না আল কোলে।
থবি আমি কলতে পালি, তোমলা দেখ বথে,
এক্ষুণি তুল থিক কলে দি, বুলুথ দিয়ে ঘথে।
রেলগাড়ির গান
ঠনং ঠনং ঠনং বাজে ঘণ্টা,
আমরা সবাই রেলের গাড়ি।
ছুটে আয় ঘরমুখো ভাই, তলপী নিয়ে টিকিট কিনে,
পৌঁছে দেব তাড়াতাড়ি।
মোরা করব নাকো দেরি,
রব মিনিট দুই চারি।
শেষে পোঁ পোঁ ভক্ ভক্! ভকত্ ভকত্ ভকত্ ভকত্!
পলক মাঝে মুলুক যাব ছাড়ি।
মোদের কলের ঘোড়া, দেখবে কেমন চলবে ছুটে ঝড়ের মতন,
যেমনি দেবে নিশানখানি নাড়ি।
সে না খায় ডাল খিচুড়ি ঘোল চিনি দই পোলাও পুরী উদর ভরি,
শুধু জল কয়লা খেয়ে খুশি হয়ে,
দিনে সে দেয় মাসের পথে পাড়ি।
জলদি চলে আয় রে তোরা, নাইরে দেরি,
ঘরমুখো ভাই, কোনখানে তোর বাড়ি।