পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮৬
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

ক্ষুর দিয়ে গলা কেটে, চন্দনার জলে
ফেলে দিল যত বাঘ। জিৎ বুদ্ধির বলে


বেচারা

হতভাগা পাজি বলে কে দিয়েছে কানটি মলে, কে বলেছে মন্দ?
বেচারা গো, গোবেচারা, মুখখানি খাঁচাঘেরা, খাওয়া-দাওয়া বন্ধ!
ভুলে সব খেলাধূলা একা একা সারাবেলা বসে আছে চুপটি।
সাজা পায় বিনাদোষ? তাই এত ফোসফোঁস, কাঁদ-কাঁদ মুখটি?
সাত পাঁচ কি যে ভাবে, অভিমানে ঠোঁট কাঁপে, বুক ফাটে দুঃখে,
দুটি আঁখি ছলছল, ঐ বুঝি ভরা জল ফেটে পড়ে চক্ষে!
কারে দেখে মিছামিছি করেছিলে চেঁচামেচি? কে দিয়েছে শাস্তি?
শাসিয়েছে বুঝি কেউ, “চোপরাও, ঘেউ ঘেউ মৎ কর যাস্তি।”
ও বাড়িতে ছেলেপিলে, সেথা গিয়ে খেলেছিলে কাদা মেখে ঘরদোর?
করে মেলা হুড়াহুড়ি ভেঙেছিলে ঝুড়ি-ঝুড়ি আসবাব পত্তোর?
করেছ বেড়াল তাড়া, ভয়ে তারা লেজ খাড়া, ছুটেছিল বন-বন?
ফের বুঝি খেলা করে মাস্টারের ঠ্যাঙে জোরে কামড়েছিলে প্রাণপণ?
ছুতা পেলে ছুটে বুঝি নোংরা পায়ে সোজাসুজি উঠবে গিয়ে বিছানায়?
এমনি ধারা মিটমিটে দুষ্টু যারা ডানপিটে শাস্তি তাদের মিছে নয়!


শিশুর কথা

শিশুদের কথা শুন শুন পিতা
করহে করুণা মোদের পরে।
মিলিয়া সকলে তব পদতলে,
নমি করজোড়ে ভকতিভরে।
করি এ মিনতি দেহ শুভমতি,
রাখ চিরদিন তোমার ঘরে।
রাখ দীনজনে অভয় চরণে,
হে ভুবন রাজা, মাগি কাতরে।