হেমন্ত : মোরা শরৎ শেষে মলিন বেশে
যখন যেথায় আসি,
ভাঙি ধরার সুখের খেলা
স্বপন মোহের হাসি;
মলিন রবি, মলিন শশী, ম্লান গগন তলে,
ঢাকি ধরার বদন খানি কুয়াসা অঞ্চলে।
শীত : মোরা থামাই মনের মধুর গীতি হরষ কোলাহল;
তরুলতার নয়ন বাহি ঝরে অশ্রু জল।
মোদের চরণ ভরে তুষার ঝরে, অবশ দিবাকর,
মোদের হাসির সুরে প্রাণ শিহরে কাঁপে চরাচর।
বসন্ত : মোরা মুছাই ধরার নয়ন বারি জাগাই নবীন প্রাণে,
নূতন সুখে নূতন সুরে নূতন ভজন গানে।
সাজায় তাহারে দিই কিশলয় ভারে
মুকুল দোলে ফুলের চারু হারে, কতই যতন করে!
আনন্দ জাগিয়া রহে সুনীল অম্বরে,
সুধা ঝরে চরাচরে প্রেম উথলে অন্তরে।
মধুপুরের চিঠি
রেলের যে সবুজ গাড়ি, তাতে ছিল এক বুড়ি—
জালার মত মোটা আর কয়লার মত কালো,
বসে ছিল সব ঢেকে তাই তার ভিতর থেকে
বাইরে কিছুই দেখা যাচ্ছিল না ভালো।
নেমে এলাম তাড়াতাড়ি, চড়লাম গিয়ে সাদা গাড়ি।
তারপর জানলা দিয়ে বাড়িয়ে দিলাম গলা—
যেই বাড়ির সামনে এলাম, তোমাদের দেখতে পেলাম,
কিন্তু আমি ভুলে গেলাম গুড্ মর্ণিং বলা!
গান
এক দিন জিব বলে “শোন ভাই
পেটটার একটুও কাজ নাই।
খেটে মরি মোরা সবে হায় রে,
ও যে শুধু বসে বসে খায় রে।”
হাত বলে, “হাঁ হাঁ ভাই তাই ত,