যখন বড় হব
আমি তাই ভাবি ব’সে |
ছেলেবেলা ক’দিন রবে, |
|
ব্রহ্মসংগীত
সিন্দুরা। তেওরা
কে ঘুচাবে হায় রে প্রাণের কালিমা রাশি,
কৃপা বারি করি সিঞ্চন।
যাবে কি দিন এইভাবে, হায় রে,
আর কবে পুরিবে প্রাণের আশা।
লুটায়ে ধরণীতলে, ডাকিলে দয়াল বলে,
তাপিত প্রাণে পায় পাপী মধুর করুণা-বারি;
আর কি আছে হে দীনহীনের সম্বল বিনা
সেই করুণাময়ের করুণা?