পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৯৪
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

যখন বড় হব

আমি তাই ভাবি ব’সে
শেষে যখন বড় হব
তখন মোরা সবাই হব
আর ভারি বিদ্বান্
থাকব নাক দিন রাত
কব কাজের কথা
বড় লোক হই যদি
না হলেও করব কাজ
সব কাজ কাজ ভাই
ভাল পথে খেটে খাই
দোকান করিলে দিব
হক্ দর ঠিক মাপ
ডাক্তার হই যদি
মিষ্টি ওষুধ দিব খেতে
লিখি যদি বই
রাঙা ছবি পাতে পাতে
মোরা যদি রাঁধি
নুন দিব ঠিক ঠিক,

ছেলেবেলা ক’দিন রবে,
তখন কিবা করব সবে।
অতিশয় সুস্থির,
আর বড় গম্ভীর।
শুধুই খেলা নিয়ে,
(সবাই) শুনবে মন দিয়ে।
কাজ করব ভারি,
যতটুকু পারি।
ছোট বড় হোক যাই,
তাতে লাজ নাই ভাই।
জিনিসটি খাঁটি,
কাজ পরিপাটি।
কর নাকো ভয়,
তেতো ঝাঁঝি নয়।
তার দাম হবে অল্প,
আর শুধু গল্প।
খেয়ে হবে খুশি,
ঝাল নাই বেশি।





ব্রহ্মসংগীত

সিন্দুরা। তেওরা

কে ঘুচাবে হায় রে প্রাণের কালিমা রাশি,
কৃপা বারি করি সিঞ্চন।
যাবে কি দিন এইভাবে, হায় রে,
আর কবে পুরিবে প্রাণের আশা।
লুটায়ে ধরণীতলে, ডাকিলে দয়াল বলে,
তাপিত প্রাণে পায় পাপী মধুর করুণা-বারি;
আর কি আছে হে দীনহীনের সম্বল বিনা
সেই করুণাময়ের করুণা?