পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতা ও গান
৭৯৭


কে বা আছ, শুন গো বারতা,
ডেকেছেন তোমারে জগতের মাতা।


অসন্তোষ

(কলিকাতা রবিবাসরীয় নীতিবিদ্যালয়ের উপহার বিতরণ উপলক্ষে অভিনীত)

সকলে

শুনিলে অবাক হবে, যদি বলি, সে কথা যদি বলি,
মোরা যে থাকি মলিন মুখে খালি,
সে কথা যদি বলি।
আমাদের সুখ যে কেন নাহি মনে;
হাসি যে নাইকো মোদের বদন কোণে,
কেন যে কথায় মোরা সুধাধারা
পারি না দিতে ঢালি।




১ম দল

আমাদের খেলার সময় পড়ায় নাশে হয়,




২য় দল

না দিতেই মিঠাই মুখে, ক্ষুধা চলে যায়,




৩য় দল

আমাদের ঘুম না হতেই কেমন করে
রজনী যায় গো চলি!




সকলে

অবিচার সহি কত বলি তাহা কায়?
দিয়েছে ছোট করে পাঠিয়ে ধরায়!
হায় রে হায়, তাইতে মোদের কেউ মানে না,
চলে যায় অবহেলি!




দেবদূত

কে তোরা কাদিস হেথা?
তোদের মনে কিসের ব্যথা?




সকলে

আমাদের—ছোট বলে—সবাই ঠেলে যথাতথা!
আমাদের এমনি কপাল
কত মতে হই গো নাকাল!




২য় দল

ক্ষিধে ফুরায় খাবার আগেই,




৩য় দল

ঘুমাতে আসে সকাল,




প্রথম

যদি যাই খেলতে মোরা,
অমনি উঠে পড়ার কথা!