কে বা আছ, শুন গো বারতা,
ডেকেছেন তোমারে জগতের মাতা।
অসন্তোষ
(কলিকাতা রবিবাসরীয় নীতিবিদ্যালয়ের উপহার বিতরণ উপলক্ষে অভিনীত)
সকলে |
ঃ |
শুনিলে অবাক হবে, যদি বলি, সে কথা যদি বলি, |
|
১ম দল |
ঃ |
আমাদের খেলার সময় পড়ায় নাশে হয়, |
|
২য় দল |
ঃ |
না দিতেই মিঠাই মুখে, ক্ষুধা চলে যায়, |
|
৩য় দল |
ঃ |
আমাদের ঘুম না হতেই কেমন করে |
|
সকলে |
ঃ |
অবিচার সহি কত বলি তাহা কায়? |
|
দেবদূত |
ঃ |
কে তোরা কাদিস হেথা? |
|
সকলে |
ঃ |
আমাদের—ছোট বলে—সবাই ঠেলে যথাতথা! |
|
২য় দল |
ঃ |
ক্ষিধে ফুরায় খাবার আগেই, |
|
৩য় দল |
ঃ |
ঘুমাতে আসে সকাল, |
|
প্রথম |
ঃ |
যদি যাই খেলতে মোরা, |
|