পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ ՏԵ ১ম ও ২য প্রথম ১ম ও ২য় ১ম ও ৩য় ১ম ও ৩য় ১ম ও ৩য দলে 3333 3g3233333.g33 3 3 উপেন্দ্রকিশোর রচনাসমগ্র তোরা কি চাহিস তবে ? মোদের মতেই সকল হবে! ভাল মতে মিলে মিশে থাকিস যদি তাহাই হবে। কি মজা হলো মোদের, নাচে রে মন, ঘোরে মাথা ! ঘুচিল পড়ার জ্বালা, এখন হতে শুধুই খেলা! না ভাই শুধুই ঘুমের পালা! তা নয়, আসুক লুচির থালা ! তোরা ত কুটিল ভাবি, বলিস না কেউ ঘুমের কথা। চলে যা ! কে চায় ৩োরে? খেলাই হবে । খাবার পবে! ছিছি, পেটুক ! চুপ বেযাদব, লক্ষ্মীছাড়া! দাঁড়া তবে! হায বে হায়, বিবাদ কবে সবি যে রে হলো বৃথা কে তোবা কাদিস হেথা, আবার তোদের কিসেব ব্যথা? সে কথা যদি বলি, শুনিলে অবাক হবে, যদি বলি, সে কথা যদি বলি। তোমাদের বদনে ছাই, গালে কালি! এ মধুর মানব জীবন পেযে যাবা দিবাবাত অসুখেতে হয় সাবা, তাহাদের পোড়া কপাল, তাদের জীবন কেঁদেই যাবে চলি।