পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
টুনটুনির বই
গ্রন্থকারের নিবেদন

সন্ধ্যার সময় শিশুরা যখন আহার না করিয়াই ঘুমাইয়া পড়িতে চায়, তখন পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলের মেহরুপিনী মহিলাগণ এই গল্পগুলি বলিয়া তাহদের জাগাইয়ারাখেন। সেইগল্পের স্বাদ শিশুরা বড় হইয়াও ভুলিতে পারেনা। আশা এই গল্পগুলি ভালো লাগিবে।

— উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপেন্দ্র—২