পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ‘হে পথিক, কোনখানে চলেছ কাহার পানে ?” গিয়েছে ब्रखनैौ, উঠে দিনমণি, চলেছি সাগর-স্নানে । উষার আভাসে তুষার-বাতালে পাখির উদার গানে শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি, চলেছি সাগর-স্নানে । ‘শুখাই তোমার কাছে, সে সাগর কোথা আছে ? যেখা এই নদী বহি নিরবধি নীল জলে মিশিয়াছে। 22 সংৰেজিদ