এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিনিব বিরলে নেহারি
পরম পুলকে।
এসো প্রদোষের ছায়াতল দিয়ে,
এসো না পথের আলোকে
প্রখর আলোকে।
৪
তোমারে পাছে সহজে বুঝি
তাই কি এত লীলার ছল-
বাহিরে যবে হাসির ছটা।
ভিতরে থাকে আঁখির জল।
বুঝি গো আমি বুঝি গো তব
ছলনা
যে কথা তুমি বলিতে চাও
সে কথা তুমি বল না।
তোমারে পাছে সহজে ধরি
কিছুরই তব কিনাৱা নাই-
দশের দলে টানি গো পাছে
বিরূপ তুমি বিমুখ তাই।
১১