পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আজি হাসিমাখা নিপুণ শাসনে
তরাস আমি যে পাব মনে মনে
এমন অবোধ নহি গো।
হাসো তুমি, আমি হাসিমুখে সব
সহি গো।


তোমায়  চিনি ব’লে আমি করেছি গরব
লোকের মাঝে;
মোর আঁকা পটে দেখেছে তোমায়
অনেকে অনেক সাজে।
কত জন এসে মোরে ডেকে কয়
‘কে গো সে’, শুধায় তব পরিচয়
‘কে গো সে’
তখন কী কই নাহি আসে বাণী,
আমি শুধু বলি ‘কী জানি কী জানি’।
তুমি শুনে হাস, তারা দুষে মোরে
কী দোষে!


তোমার  অনেক কাহিনী গাহিয়াছি আমি
অনেক গানে।

১৪