পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নয়ন মুদিয়া শুনিনু, জানি না,
কোন্ অনাগত বরষে
তব মঙ্গলশঙ্খ তুলিয়া।
বাজায় ভারত হরষে।
ডুবায়ে ধরার রণঝংকার।
ভেদি বণিকের ধনঝংকার
মহাকাশতলে উঠে ওঙ্কার
কোনো বাধা নাহি মানি।
ভারতের শ্বেত হৃদিশতদলে
দাঁড়ায়ে ভারতী তব পদতলে,
সংগীতভানে শূন্যে উথলে
অপূর্ব মহাবাণী।
নয়ন মুদিয়া ভাবীকাল-পানে
চাহিনু, শুনিনু নিমেষে-
তব মঙ্গলবিজয়শঙ্খ
বাজিছে আমার স্বদেশে।

[পৌষ ১৩০৯]


১৭

ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে,
গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে।

৩৮