পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ওগো আমার মনোহরণ,
ওগো স্নিগ্ধ ঘন বরন,
দাঁড়াও, তোমায় হেরি।
দাঁড়াও গো ওই আকাশকোলে,
দাঁড়াও আমার হৃদয়দোলে,
দাঁড়াও গো ওই শ্যামল তৃণ-'পরে।
আকুল চোখের বারি বেয়ে
দাঁড়াও আমার নয়ন ছেয়ে
জন্মে জন্মে যুগে যুগান্তরে।
অমনি করে ঘনিয়ে তুমি এসো,
অমনি করে তড়িৎ-হাসি হেসো,
অমনি করে উড়িয়ে দিয়ো কেশ।
অমনি করে নিবিড় ধারাজলে
অমনি করে ঘন তিমিরতলে
আমায় তুমি করো নিরুদ্দেশ।

ওগো, তোমার দরশ লাগি-
ওগো, তোমার পরশ মাগি
গুমরে মোর হিয়া।
রহি রহি পরান ব্যেপে
আগুনরেখা কেঁপে কেঁপে
যায় যে ঝলকিয়া।
আমায় চিত্ত-আকাশ জুড়ে
বলাকাদল যাচ্ছে উড়ে

৬০