পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩৪

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে
বাঁকা পথের ডাহিন পাশে, ভাঙা ঘাটের বাঁয়ে।
কে জানে এই গ্রাম,
কে জানে এর নাম,
খেতের ধারে, মাঠের পারে, বনের ঘন ছায়ে!
শুধু আমার হৃদয় জানে, সে ছিল এই গাঁয়ে।

বেণুশাখার আড়াল দিয়ে চেয়ে আকাশ-পানে
কত সঁঝের চাঁদ-ওঠা সে দেখেছে এইখানে!
কত আষাঢ় মাসে।
ভিজে মাটির বাসে।
বাদ্‌লা হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধানে!
সে-সব ঘনঘটার দিনে সে ছিল এইখানে।

এই দিঘি, ওই আমের বাগান, ওই-যে শিবালয়,
এই আঙিনা ডাক-নামে তার জানে পরিচয়।
এই পুকুরে তারি
সাঁতার-কাটা বারি,
ঘাটের পথরেখা তারি চরণ-লেখাময়।
এই গাঁয়ে সে ছিল কে সেই জানে পরিচয়!

৬৪