পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এই যাহারা কলম নিয়ে দাঁড়ায় ঘাটে আসি
এরা সবাই দেখেছিল ভারি মুখের হাসি।
কুশল পুছি তারে।
দাঁড়াত তার দ্বারে
লাঙল কাঁধে চলছে মাঠে ওই-কে প্রাচীন চাষি।
সে ছিল এই গাঁয়ে আমি যারে ভালোবাসি।

পালের তরী কত যে যায় বহি দখিনবায়ে,
দূরপ্রবাসের পথিক এসে বসে বকুলছায়ে,
পারের যাত্রীদলে
খেয়ার ঘাটে চলে-
কেউ গো চেয়ে দেখে না ওই ভাঙা ঘাটের বাঁয়ে।
আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে।

আলমোড়া ২৯ বৈশাখ ১৩১০


৩৫

ওরে আমার কর্মহারা   ওরে আমার সৃষ্টিছাড়া
ওরে আমার মন রে আমার মন,
জানি নে তুই কিসের লাগি  কোন্ জগতে আছিস জাগি,
কোন্ সেকালের বিলুপ্ত ভুবন!

৬৫