এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১
পথের পথিক করেছ আমায়,
সেই ভালো ওগো সেই ভালো।
আলেয়া জ্বালালে প্রান্তরভালে,
সেই আলো মোর সেই আলো!
ঘাটে বাঁধা ছিল খেয়াতরী,
তাও কি ডুবালে ছল করি!
সাঁতারিয়া পার হব বহি ভার,
সেই ভালো মোর সেই ভালো।
ঝড়ের মুখে যে ফেলেছ আমায়
সেই ভালো ওগো সেই ভালো।
সব সুখজালে বজ্র জ্বালালে,
সেই আলো মোর সেই আলো!
সাথি যে আছিল নিলে কাড়ি,
কী ভয় লাগালে গেল ছাড়ি!
একাকীর পথে চলিব জগতে,
সেই ভালো মোর সেই ভালো।
কোনো মান তুমি রাখ নি আমায়,
সেই ভালো ওগো সেই ভালো।
৮২