পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুমি চুরি করি কেন এস চোর, ওগো মরণ, হে মোর মরণ ? শুধু , নীরবে কখন নিশিভোর, শুধু অশ্রুনিঝরঝরন! তুমি উৎসব করে। সারারাত ७द दिछझुत्रदर्ष गोखोरख्न । মোরে কেড়ে লও তুমি ধরি হাত নব রক্তবসনে সাজায়ে । তুমি কারে করিয়ো না দৃকপাত, অামি নিজে লব তব শরণ যদি গৌরবে মোরে লয়ে যাও ওগো মরণ, হে মোর মরণ । যদি কাজে থাকি আমি গৃহ-মাঝ ওগো মরণ, হে মোর মরণ, তুমি ভেঙে দিয়ে মোর সব কাজ, কোরো সব লাজ অপহরণ। যদি স্বপনে মিটায়ে সব সাধ আমি শুয়ে থাকি সুখশয়নে, যদি হৃদয়ে জড়ায়ে অবসাদ থাকি আধজাগরূক নয়নে, তবে শখে তোমার তুলে নাদ করি প্রলম্বশ্বাস ভরণ—