এব্ৰাহাম লিঙ্কনের বক্তৃতাবলী সর্বশক্তিমান স্রষ্টার সৃষ্টির সহিত সম্পূর্ণ সামঞ্জস্যবিহীন নহে আমার অন্তরাত্মার এরূপ উন্নতি ও বিকাশ আমি তখনই অনুভব করি যখন আমি চিন্তা করি আমাদের দেশের স্বার্থের কথা—যে দেশকে সকল বিশ্ব পরিত্যাগ করিয়াছে, কেবলমাত্র আমি একাকী বীরদৰ্পে বিজয়ী অত্যাচারীদের বিরুদ্ধতা করিয়া দাড়াইয়া রহিয়াছি। এখানে ফলাফল চিন্তা না করিয়া, পরমেশ্বরের এবং বিশ্বের সম্মুখে আমি আমার জীবন ও আমার মুক্তিদাত্রী, আমার প্রিয়, দেশের ন্যায্য স্বার্থের প্রতি চির-আনুগত্যের শপথ গ্রহণ করিতেছি। যিনি আমার ন্যায় চিন্তা করেন আশঙ্কচিত্তে তিনিও নিশ্চয়ই এই শপথ গ্রহণ করিবেন । ন্যায়ের পথে চলিয়াছেন বলিয়া যাহারা মনে করেন যে—“তঁাহারা কেহই যেন দ্বিধাগ্ৰস্ত না হন—তবেই আমাদের জয় সম্ভব। কিন্তু যদি অবশেষে আমাদের পরাজয় ঘটেই, তবে ঘটুক । বিবেকের নিকট এবং আমাদের দেশের স্বাধীনতার বিদায়ী প্রতিচ্ছায়ার নিকট তথাপি আমাদের এই সগৰ্ব সান্তুনা থাকিবে যে বুদ্ধি এবং হৃদয় দ্বারা আমরা যে ব্ৰত গ্রহণ করিয়াছিলাম, বিপর্যয়, বন্ধন, যাতনা, মৃত্যু—কোন কিছুর ভয়েই তাহাকে রক্ষা করিতে কখনও কুষ্ঠিত হই নাই । ধৰ্মসম্বন্ধীয় অভিমত ১৮৪৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্ৰিভাকালে-পরে তিনি উহার সদস্য নির্বাচিত হ’ন-তিনি ধমের প্ৰতি বিরূপভাবাপন্ন এই অপবাদের প্রকাশ্য প্রতিবাদ করা লিঙ্কন প্রয়োজন भgन कCड़कन | কংগ্রেসের সপ্তম নির্বাচনী জেলার ভোটারদের প্রতি নাগরিক বন্ধুগণ ? এই জেলার কয়েকটি স্থানে একটি সমালোচনা শোনা যাইতেছে যে আমি প্রকাশ্যে খৃষ্টধর্মের প্রতি অবজ্ঞা পোষণ করি। কয়েকজন বন্ধুর অনুরোধে আমি বিষয়টি এই ভাবে আলোচনা করা স্থির করিয়াছি। আমি খৃষ্টানদের কোন বিশেষ সম্প্রদায়ের অন্তভূক্ত নাহি একথা সত্য ; কিন্তু ধর্মগ্রন্থগুলির যথার্থতা আমি কখনও অস্বীকার করি নাই ; এবং সাধারণ ভাবে ধর্ম সম্পর্কে বা বিশেষভাবে কোন বিশিষ্ট খৃষ্টান সম্প্রদায় সম্পর্কে ইচ্ছাকৃত অসম্মান
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।