পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্ৰাহাম লিঙ্কনের বক্ততাবলী ঐক্যবদ্ধ হইয়াছিলেন ? ঐ প্রথাতে আফ্রিকা হইতে বন্য নিগ্রোদের আনিয়া ক্রয়েচ্ছক ব্যক্তিদের নিকট বিক্রয় করা ছাড়া আর কিছু করা হইত না । কিন্তু বন্য অশ্ব, বন্য মহিষ বা বন্য ভালুক ধরিয়া আনিয়া বিক্রয় করিবার জন্য কাহাকেও ফাসি দিবার কথা তো চিন্তা করেন নাই । আবার, আপনাদের মধ্যে দেশীয় দুরাত্মাদের মত একদল নীচ ব্যক্তি রহিয়াছে যাহারা “দাস-ব্যবসায়ী” নামে পরিচিত । সে আপনাদের অভাবের প্রতি নজর রাখে এবং সন্তৰ্পণে ফাটকাবাজী দরে আপনাদের দাসকে কিনিতে আসে । অপারগ হইলে তাহার নিকট আপনারা আপনাদের দাসকে বিক্রয় করেন—অন্যথা বাড়ীর দরজা হইতে তাহাকে বিতাড়িত করেন। আপনারা তাহাকে ভয়ানকভাবে ঘৃণা করেন । তাহাকে বন্ধু, এমনকি সৎ-লোক বলিয়াও, মনে করেন না। আপনাদের সন্তানদের তাহার সন্তানদের সহিত খেলা করিতে দেন না ; তাহারা ক্ষুদ্রকায় নিগ্রোদের সহিত স্মৃতি করিয়া বেড়াইতে পারে, কিন্তু “দাস-ব্যবসায়ীর’। সন্তানের সহিত তাহদের খেলা বন্ধ । তাহার সহিত যদি আপনাদের আদানপ্রদানের প্রয়োজন হয় আপনারা যথাসম্ভব তাহাকে স্পর্শ না করিয়া কাজ শেষ করিবার চেষ্টা করেন । সাক্ষাৎ হইলে সম্ভবতঃ আপনারা লোকদের সহিত করমর্দন করেন—কিন্তু দাসব্যবসায়ীদের ক্ষেত্রে উহা এড়াইয়া যাইবার চেষ্টা করেন—তাহাদের সপিল স্পর্শ হইতে বঁচিবার জন্য স্বতঃই আপনাদের শরীর কুঞ্চিত হইয়া আসে। যদি সে ধনবান হইয়া ব্যবসায় পরিত্যাগ করে, তথাপি আপনারা তাহার কথা স্মরণ রাখেন এবং তখনও তাহার ও তাহার পরিবারের সহিত সংস্রবের উপর নিষেধাজ্ঞা বজায় রাখেন। কেন এরূপ করেন ? যে ব্যক্তি শস্য, গরু অথবা তামাক বিক্রয় করে তাহার সহিত তো আপনারা এরূপ ব্যবহার করেন না । অথচ দেখুন, মার্কিণ যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া জেলাসহ সকল অঞ্চলে ৪৩৩,৬৪৩ জন স্বাধীন কৃষ্ণকায় ব্যক্তি রহিয়াছে। মাথাপিছু ৫০০ ডলার দরে তাহদের মূল্য কুড়ি কোটা ডলার হইবে । এই বিপুল সম্পদ কীরূপে বেওয়ারিশ ঘুরিয়া বেড়াইতেছে ? ঘোড়া বা গরুমহিষকে তো এরূপ স্বাধীনভাবে ঘুরিয়া বেড়াইতে দেখা যায় না। কেন ? এই কৃষ্ণকায় স্বাধীন ব্যক্তিরা নিজেরা, বা তাহদের পূর্বপুরুষগণ, দাস ছিল ; এবং তাহারা এখনও দাস থাকিয়া যাইত যদি না তাহদের শ্বেতকায় স্বত্বাধিকারীদের উপর কোন একটি বিশেষ জিনিষ প্রভাব বিস্তার করিয়া, প্রচুর আর্থিক ক্ষতি সত্বেও, দাসদের মুক্তিদানে তাহাদিগকে অনুপ্রাণিত করিত। সেই বিশেষ জিনিষটি কি ? এ বিষয়ে কি কোন ভ্ৰান্তি সম্ভব ? এই সকল ক্ষেত্রেই আপনাদের ন্যায়বোধ এবং মানবিক সহানুভূতি আপনাদিগকে বলিয়াছে যে হতভাগ্য নিগ্রোরও নিজস্ব একটি সহজাত আধিকার রহিয়াছে, এবং যাহার। তাহা অস্বীকার করিয়া তাহাদিগকে সামান্য পণ্যদ্রব্যে পরিণত করে তাহদের উপযুক্ত প্ৰাপ্য পদাঘাত, ঘুণা এবং भूट्रा | তবে এখন কেন আপনারা আমাদিগকে দাসের মানবতা অস্বীকার করিয়া তাহাদিগকে শূকরের সমতুল্য করিয়া দেখিতে বলিতেছেন ? আপনারা নিজেরা যাহা করিবেন না। আমাদিগকে কেন তাহা করিতে বলিতেছেন ? কুড়ি কোটি ডলারের লোভেও আপনারা যাহা করিতে সম্মত হ’ন নাই আমাদিগকে কেন তাহা নিরর্থক করিতে বলিতেছেন ? Ն Ն