বিতর্কের বৎসর গুলি সেই নীতি বলবৎ হওয়ার ফলে আন্দোলন যে কেবল থামে নাই তাহা নহে, উপরন্তু উহ নিরন্তরই বৃদ্ধি পাইয়াছে। একটি সংকট না আসা পর্যন্ত এবং তাহা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আমার অভিমতে ইহা থামিবে না । আত্মকলহে সংসার টেকে না । আমার বিশ্বাস যে চিরকাল অধমুক্ত এবং অর্ধদাস অবস্থায় এই সরকার টিকিতে পারে না । ইউনিয়ন অবলুপ্ত হইবে ইহা আমি আশা করি না—আমি চাই না যে সংসার ধ্বংস হইয়া যাক ; কিন্তু আমি অবশ্যই চাই যে উহা আর কলহপরায়ণ থাকিবে না । হয়। ইহা সম্পূর্ণরূপে এক জিনিষ হইবে, না হয় সম্পূর্ণরূপে অন্য জিনিষ হইবে । হয় দাসপ্রথার বিরোধীরা ইহার অধিকতর বিস্তার প্রতিহত করিবে এবং উহাকে সেই অবস্থায় রাখিবে যখন জনচিত্ত এই বিশ্বাসে নিশ্চিন্ত থাকিতে পারিবে যে উহার অন্তিম মৃত্যু আসন্ন ; না হয়। উহার সমর্থকগণ উহাকে আরও সামনে ঠেলিয়া আনিবে যতক্ষণ পর্যন্ত না নূতন এবং পুরাতন, উত্তর এবং দক্ষিণ, সকল রাষ্ট্রেই উহা বিধিসম্মত পরিগণিত হয়------ দাসপ্রথা সম্পর্কিত অভিমতের সম্প্রসারণ “বিভক্ত পরিবার” সম্পর্কিত চমকপ্ৰদ বক্ততার ফলে লিঙ্কনের উপর নিন্দ বৰ্ষিত হইতে লাগিল। অন্যান্য সমালোচকদের মধ্যে ছিলেন লিঙ্কনের পুরাতন প্ৰতিপক্ষ সেনেটর ডগলাস। ঐ বৎসরই জুলাই মাসে শিকাগোতে প্রদত্ত এক বক্ততায় লিঙ্কন ভঁৰ্তাহার অভিমতগুলি বিশদভাবে ব্যাখ্যা করেন। প্রথমতঃ, অর্ধস্বাধীন এবং অর্ধদাস অবস্থায় এই সরকার যে বিরাশী বৎসর যাবত টিকিয়া রহিয়াছে। এ সম্পর্কে আমি অনবহিত নাহি। এ দেশের ইতিহাসের সহিত আমার মোটামুটি পরিচয় আছে এবং আমি জানি যে বিরাশী বৎসর যাবত ইহা অর্ধস্বাধীন, অর্ধদাস অবস্থায় টিকিয়া আছে । আমি মনে করি—এবং এ কথাই আমি বলিতে চাই— ইহা টিকিয়াছে এই কারণে যে নেব্রাস্কা বিল উত্থাপনের পূর্ব পর্যন্ত সর্বদা জনসাধারণের মন এই বিশ্বাসে আশ্বস্ত ছিল যে দাসপ্রথা অন্তিম মৃত্যুর দিকে চলিয়াছে। এই বিশ্বাসেই সেই বিরাশী বৎসর সময় আমরা নিশ্চিন্তে কাটাইয়াছি, অন্ততঃ ইহাই আমার বিশ্বাস । আমার বিশ্বাস দাসপ্রথা রহিত করার জন্য যাহারা ব্যগ্ৰ তাহাদের যে কোন সমর্থকের ন্যায় সমানভাবে আমি সর্বদা দাসপ্রথাকে ঘূণা করিয়া আসিয়াছি। আমি চিরকালই একজন Հ\p
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।