পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্ৰাহাম লিঙ্কনের বক্তৃতাবলী ধরিয়া লওয়া যাউক, প্রকৃতির দানে নিগ্রো শ্বেতাঙ্গদের তুলনায় নিকৃষ্ট একথা সত্য ; তবে কি সেই কারণে, নিগ্রোকে প্রকৃতি যে যৎসামান্য দান করিয়াছে তাহার অংশ লওয়া, ঠিক উল্টা বিচার হইবে না ? “ যাহার অভাব রহিয়াছে তাহাকে দাও ”— ইহাই দানের খৃষ্টীয় নিয়ম ; কিন্তু “ অভাবগ্রস্তের নিকট হইতে গ্ৰহণ করা ’ দাসত্বের নিয়ম | দাসপ্রথার সমর্থক ধর্মতত্ত্বের সার বক্তব্য মনে হয় এইরূপ : * দাসপ্রথা সৰ্বজনীনভাবে ন্যায়সঙ্গীত নহে, বা সর্বজনীনভাবে অসঙ্গতও নহে ; কতকগুলি লোকের পক্ষে দাস হওয়াই শ্রেয় ; এবং এ সকল ক্ষেত্রে ভগবানের অভিপ্ৰায়েই তাহারা এরাপ হয় | ’ অবশ্য ভগবানের ইচ্ছার বিরুদ্ধে বলিবার কিছু থাকিতে পারে না ; কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে উহার নির্ধারণ এবং প্রয়োগ সম্পর্কে সমস্যা থাকিয়া যায়। উদাহরণ স্বরূপ ধরিয়া লইলাম যে রেভারেণ্ড ডাঃ রসের সাম্বো নামে একটি দাস আছে ; এখন প্রশ্ন হইল, “সাম্বো দাস থাকিবে না। সে মুক্তিলাভ করিবে-ভগবানের ইচ্ছা কোনটি ? ” সৰ্বশক্তিমান এই প্রশ্নের কোন শ্রুতিগোচর উত্তর দেন না ; এবং তঁাহার প্রত্যাদেশে-অর্থাৎ বাইবেলেও — ইহার উত্তর আদৌ দেওয়া হয় নাই বা দেওয়া হইয়া থাকিলেও প্রদত্ত নির্দেশের অর্থ সম্পর্কে বিবাদের অবকাশ থাকিয়া যায়। এ সম্পর্কে সাম্বোর মতামত জানা কেহ প্রয়োজন মনে করেন না । অতএব অবশেষে ডাঃ রসের উপরই বিষয়টি সম্পর্কে সিদ্ধান্তের ভার দেওয়া হয়। যখন তিনি এ সম্পর্কে বিবেচনা করেন, তিনি দস্তানা-হাতে ছায়াতে বসিয়া থাকেন এবং জ্বলন্ত রৌদ্রে পরিশ্রম করিয়া সাম্বো যে রুটি অর্জন করিতেছে তাহার দ্বারা ক্ষুন্নিবৃত্তি করিতে থাকেন। সাম্বো ক্রীতদাস হিসাবেই থাকিবে এই সিদ্ধান্ত করিলে তঁাহার আরামদায়ক অবস্থা বজায় থাকে ; কিন্তু যদি তিনি সিদ্ধান্ত করেন যে সাম্বোর মুক্তিই ভগবানের অভিপ্রেত, তবে তঁহাকে ছায়া পরিত্যাগ করিয়া, দস্তানা খুলিয়া রাখিয়া নিজের রুটি অর্জনের জন্য ঝাঁপাইয়া পড়িতে হইবে। নিভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য যে পরিপূর্ণ নিরপেক্ষতা অবশ্য-প্রয়োজনীয়—ডাঃ রস কি তাহার দ্বারা পরিচালিত হইবেন ? কিন্তু কিছুসংখ্যক লোকের পক্ষে দাসত্ব উপকারী ! ভাল জিনিষ হিসাবে দাসপ্রথার অদ্ভুত বিশেষত্ব রহিয়াছে।--তাহা এই যে ইহাই একমাত্র ভাল জিনিষ যাহা কেহ নিজের জন্য পাইতে চাহে না । নির্বোধের উক্তি ! নেকড়েরা মেষশাবকগুলিকে গলাধঃকরণ করে—লুব্ধ জঠর পরিপূরণের জন্য নহে, মেষশাবকগুলির উপকারের জন্য ! প্রেসিডেণ্ট পদ সম্পর্কে একটি চিঠি ১৮৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে ডগলাসের আসনে রাষ্ট্রবিধান সভা কতৃক নির্বাচিত হইতে লিঙ্কন অসমর্থ হইলেও, সেনেটরের সহিত RM,