বিতর্কের বৎসর গুলি র্তাহার বিতর্ক এবং অন্যান্য প্ৰকাশ্য বিবৃতি তঁাহার মর্যাদা এরূপ বৃদ্ধি করিয়াছিল যে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীরূপে ভঁাহার নামের উল্লেখ হইতে লাগিল। প্ৰথম সমর্থকদের মধ্যে একজনকে তিনি স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী অত্যন্ত বিনয়ের সহিত একটি পত্র লেখেন। ম্প্রীং ফিল্ড, এপ্রিল ১৬, ১৮৫৯ টি. জে. পিকেট, এস্কোয়ার, প্রিয় মহাশয় ? আপনার ১৩ তারিখের পত্র এইমাত্র হস্তগত হইল। আমি এরূপ ব্যস্ত যে খুব শীত্ৰ আমার পক্ষে বক্তৃতা দিবার জন্য, বা অন্য কোন উদ্দেশ্যে, রক আইল্যাণ্ড যাওয়া সম্ভব নহে। অন্য যে বিষয়টি সম্পর্কে আপনি সদয়ভাবে উল্লেখ করিয়াছেন, সে সম্পর্কে আমি খোলাখুলি বলিতে বাধ্য যে আমি নিজেকে প্রেসিডেণ্ট পদের উপযুক্ত বলিয়া মনে করি না । ঐ সম্পর্কে কোন কোন অনুরক্ত বন্ধু যে চিন্তা করেন তাহাতে আমি নিজেকে বিশেষ সম্মানিত এবং আনন্দিত বোধ করিতেছি। কিন্তু প্রকৃতই আমি মনে করি যে আমাদের উদ্দেশ্যের সৰ্বোত্তম আনুকূল্যের জন্য, আপনার পরামর্শমত কোন সুসংগঠিত চেষ্টা করা উচিত হইবে না। আশা করি। ইহা গোপন রাখিবেন । আপনার আতি বিশ্বস্ত, এ. লিঙ্কন কৃষি সম্পর্কে দাসপ্রথা সেই সময়ের সর্বপ্রধান আলোচ্য বিষয় হইলেও লিঙ্কন অন্যান্য বহু বিষয় সম্পর্কে গভীরভাবে চিন্তা করিতেন। মাটীর সহিত সম্পর্ক থাকায় এবং প্রসারশীল প্ৰান্তরের লোক হিসাবে লিঙ্কন সর্বদাই কৃষির উন্নতি সম্পর্কে বিশেষভাবে আগ্ৰহান্বিত ছিলেন ( কয়েকবৎসর পর তঁাহার প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থাতেই সর্বপ্রথম সরকারী বুরোটি সংগঠিত হয় যাহা ক্ৰমে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগে পরিণতি লাভ করে )। ১৮৫৯ সালের
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।