এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী বিদায় ভাষণ ঃ স্ত্ৰীং ফিল্ড ১৮৬১ সালের ফেব্রুয়ারী মাসে লিঙ্কন ইলিনয়ের অন্তর্গত সম্প্রংফিলেন্ড ভঁাহার গৃহ ত্যাগ করিয়া প্রেসিডেন্টের কার্যভার গ্রহণের জন্য ওয়াশিংটন আসেন। পরবর্তী ঘটনাবলীর-গৃহযুদ্ধ এবং হত্যার পরিপ্রেক্ষিতে ভঁৰ্তাহার সংক্ষিপ্ত বিদায়ভাষণটির তীব্ৰতা আরও বৃদ্ধি পায়। বন্ধুগণ ? আমার অবস্থায় পড়েন নাই এমন কেহই এই বিদায়ে আমার দুঃখ উপলব্ধি করিতে পরিবেন না । এই স্থান এবং এই স্থানের সহৃদয় জনগণের নিকট আমি সকল কিছুর জন্য ঋণী। এখানে আমি এক শতাব্দীর চতুর্থাংশ কাটাইয়াছি—ছিলাম যুবক, হইয়াছি প্রৌঢ়, এইখানেই আমার সন্তানদের জন্ম এবং একজন এইখানেই সমাহিত রহিয়াছে | ওয়াশিংটন অপেক্ষাও গুরুতর কর্তব্যের ভার লইয়া আমি যাইতেছি – জানিনা কবে ফিরিতে পারিব বা আন্দেী পারিব কিনা । যে পরমেশ্বরের কুপা, তাহার উপর ব্যষিত হইয়াছিল তাহার সহায়তা ব্যতীত আমি সফলতা পাইব না । সেই সহায়তা লাভ করিলে আমি কিছুতেই অকৃতকার্য হইব না । যিনি আমার সহিত যাইতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের সহিত থাকিতে পারেন এবং কল্যাণের নিমিত্ত যিনি সর্বত্রই বিরাজমান, তাহার উপর বিশ্বাস রাখিয়া চলিলে আমরা আশা করি। অবশেষে সকলই ভাল হইবে । আমি আপনাদিগকে তঁাহার তত্ত্বাবধানে রাখিয়া যাইতেছি, এবং আমি আশা করি যে আপনারাও প্রার্থনা করিবেন যেন আমিও তাহার তত্ত্বাবধানে থাকি—আমি আপনাদের নিকট হইতে সহস্যে বিদায় প্রার্থনা করিতেছি । স্বাধীনতাভবনে ভাষণ লিঙ্কনের নির্বাচনে ক্রুদ্ধ এবং ভীত হইয়া দাস রাষ্ট্রগুলি লিঙ্কন শুশ্ৰীংফিল্ড ছাড়িয়া যাইবার পূর্বেই ইউনিয়ন হইতে তাহদের স্বাতন্ত্র্য ঘোষণা করিতে আরম্ভ করিয়াছিল। ওয়াশিংটন যাইবার পথে ফিলাডেলফিয়ার স্বাধীনতা ভবনে—যেখায় বহুবৎসর পূর্বে স্বাধীনতার ঘোষণাপত্ৰ স্বাক্ষরিত হইয়াছিল তথায়—এক সংক্ষিপ্ত বক্ততায় তিনি এই উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে তঁাহার अब्बाङiद वTठ• क८:ब् । ՔՆ
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।