প্রেসিডেন্টরূপে কাৰ্যকাল দিনকে বিনম্র চিত্তে প্রার্থনা ও উপবাসের দিবস রূপে ধার্য করার সুপারিশ করেন। মার্কিন জনগণ পবিত্র ধর্মীয় আচারাদি অনুষ্ঠান করিয়া এই দিনটিতে সর্বশক্তিমান জগদীশ্বরের নিকট এই রাজ্যগুলির নিরাপত্তা ও কল্যাণের নিমিত্ত এবং তঁাহার আশীৰ্বাদ যাহাতে জনগণের উপর বষিত হয় ও শান্তি যাহাতে দ্রুত ফিরিয়া আসে তাহার জন্য প্রার্থনা করিবেন।” : এবং যেহেতু সর্বদা সকল মানুষের পক্ষে ভগবানের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থাকে স্বীকার করা এবং শ্রদ্ধ করা কর্তব্য ; উর্তাহার ভৎসনাবলী সবিনয় আনুগত্যের সহিত মানিয়া লওয়া কর্তব্য ; ভগবতভীরুতা হইতেই জ্ঞানের উন্মেষ এই বিশ্বাসে সকল পাপ এবং অপরাধ স্বীকার করা এবং তজন্য অনুশোচনা করা কর্তব্য, এবং তাহাদের অতীত অপরাধের জন্য এবং তাহাদের বর্তমান এবং ভবিষ্যত কাজের জন্য অনুতপ্তচিত্তে এবং আগ্রহাকুল হৃদয়ে প্রার্থনা করা কর্তব্য : এবং যেহেতু ঈশ্বরের আশীৰ্বাদে একদা ঐক্যবদ্ধ সমৃদ্ধিশালী এবং সুখী আমাদের এই প্রিয় দেশ এখন দলাদলি এবং গৃহযুদ্ধে পীড়িত, এই দুর্যোেগ ভগবানেরই অভিপ্রেতি ইহা আমাদের স্বীকার করা উচিত, এবং জাতি হিসাবে আমাদের নিজেদের ত্রুটিবিচু্যতি এবং অপরাধগুলি বিষগ্নচিত্তে স্মরণ করিয়া তাহার নিকট নত হইয়া করুণা ভিক্ষা করা উচিত— প্রার্থনা জানান উচিত যাহাতে ভবিষ্যতের প্রাপ্য শাস্তি হইতে রেহাই পাই ; আমাদের বিস্তৃত দেশের সর্বত্র শান্তি শৃঙ্খলা এবং আইনানুবতিতার পুনঃপ্রতিষ্ঠার জন্য তঁহার আশীৰ্বাদলাভে সক্ষম হই ; এবং তঁাহার নির্দেশে এবং আশীৰ্বাদে এবং আমাদের পিতৃপুরুষগণের শ্রম এবং ক্লেশে অজিত আমাদের অমূল্য সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতা যেন পূৰ্বগৌরবে পুনঃ প্রতিষ্ঠিত হয় : অতএব, আমি, এব্ৰাহাম লিঙ্কন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট, আগামী সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটিকে জাতির সকল লোকের নতি স্বীকার, প্রার্থনা এবং উপবাস পালনের জন্য অনুরোধ জানাইতেছি । আমি সকলকে—বিশেষতঃ সম্প্রদায় নিবিশেষে সকল ধর্মগুরু এবং প্রচারকদিগকে এবং পরিবারপ্রধানদিগকে—আকুলভাবে অনুরোধ জানাইতেছি যে ধর্মমত এবং বিশ্বাস অনুযায়ী, সবিনয়ে এবং ধর্মীয় পবিত্রত রক্ষা করিয়া যেন সেই দিবসটি পালন করেন, এই উদ্দেশ্যে যে জাতির সম্মিলিত প্রার্থনা যেন করুণাময় ঈশ্বরের নিকট পৌছায় এবং আমাদের দেশের উপর যেন তঁাহার করুণাধারা আবিরত ব্যষিত হইতে থাকে। সাক্ষ্যস্বরূপ, ১৮৬১ সালের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ৮৬তম বৎসরের, ১১ই আগষ্ট এতদ্বারা আমার স্বাক্ষর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীলমোহর অঙ্কিত করিলাম। এ. লিঙ্কন 8S
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।