পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেসিডেন্টরূপে কার্যকাল উপায়ে তঁাহারা যাহা উপার্জন করিতে পারেন নাই এরূপ জিনিষ। লাইতে বা স্পর্শ করিতে তাহাদের মত অনিচ্ছা আর কাহারও নাই • • • ফেডারেল ডিষ্টিক্টে দাসদের মুক্তিদান ১৮৬২ সালের এপ্রিল মাসে কংগ্রেস যুক্তরাষ্ট্রের রাজধানী যেথায় অবস্থিত সেই ফেডারেল ডিষ্ট্রাক্টে দাসদের মুক্তিদান করিয়া দাসপ্রথা অবসানের পথে প্রথম পদক্ষেপ করে। লিঙ্কন অবিলম্বে আইনটি স্বাক্ষর করেন এবং সেই মামে কংগ্রেসকে জানান। সিনেট এবং প্রতিনিধি সভার সহ-নাগরিকবৃন্দ ? “কলম্বিয়া জেলায় বাধ্যতামূলক কর্মে বা শ্ৰমে নিযুক্ত কতিপয় ব্যক্তির মুক্তিদান সংক্রান্ত একটি আইন” শীৰ্ষক আইনটি আজ অনুমোদিত এবং স্বাক্ষরিত হইয়াছে। এই জেলা হইতে দাসপ্রথা বিলোপের সংবিধানসম্মত অধিকার যে কংগ্রেসের রহিয়াছে সে বিষয়ে আমার কখনও সন্দেহ ছিল না ; আমি সর্বদাই চাহিয়াছিলাম যেন কোন সন্তোষজনক উপায়ে জাতীয় রাজধানী হইতে এই প্রথা দূর হয়। সুতরাং, কেবলমাত্র সকল ঘটনার পরিপ্রেক্ষিতে ইহার উপযোগিতা সম্পর্কে আমার মনে কখনও কোন প্রশ্ন ছিল না । এই আইনের ভিতরে বা বাহিরে যে সকল বিষয় রহিয়াছে যাহা আমার বিবেচনা অনুযায়ী অধিকতর সন্তোষজনক কোন পথ ধরিয়া চলিতে পারিত বা রূপ পরিগ্রহণ করিতে পারিত, আমি এখানে সেগুলির উল্লেখ করিতে চাহিনী • • • মুক্তি ঘোষণা ১৮৬২ সালের ২২শে সেপ্টেম্বর লিঙ্কন ভঁাহার মন্ত্রণা পরিষদের এক অধিবেশন আহবান করিয়া ভঁাহার লেখা একটি দলিল পাঠ করেন। ইহাই যুগান্তকারী মুক্তি ঘোষণা । আমি, এব্ৰাহাম লিঙ্কন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট এবং উহার সৈন্য ও নৌবাহিনীর সৰ্বাধিনায়ক, এতদ্বারা ঘোষণা প্রকাশ করিতেছি যে, পূর্বের ন্যায়। অতঃপরও যে সকল রাষ্ট্রে 8 °)