প্রেসিডেন্টরূপে কাৰ্যকাল আপনার কাজের সহিত রাজনীতিকে জড়াইয়া ফেলেন না –এ ক্ষেত্রেও আপনার আচরণ যথার্থ। আপনার আত্মবিশ্বাস রহিয়াছে; ইহা একটি মূল্যবান—বলিতে গেলে অপরিহার্য — গুণ। আপনি উচ্চাকাঙ্খী—অযৌক্তিক না হইলে ইহাতে ক্ষতি অপেক্ষা ভালই হয়। কিন্তু আমি মনে করি জেনারেল বাৰ্ণসাইড সেনাপতি থাকাকালে আপনি উচ্চাকাঙ্খার বশবর্তী হইয়া র্তাহাকে যথাসাধ্য ব্যর্থ করিতে চেষ্টা করিয়াছেন, ইহাতে দেশের নিকট এবং একজন শ্রেষ্ঠ গুণসম্পন্ন এবং মাননীয় সহকমীর প্রতি অন্যায় করিয়াছেন । বিশ্বাসযোগ্য মহল হইতে শুনিয়াছি যে আপনি সম্প্রতি বলিতেছেন সৈন্যবাহিনী এবং সরকারের প্রয়োজন। একজন ডিক্টেটরের | অবশ্য এইরূপ বলার জন্য আমি আপনাকে সেনাপতি করি নাই ; তবে এইরূপ বলেন ইহা জানিয়া শুনিয়াই আপনাকে নিযুক্ত করিয়াছিলাম। কেবল বিজয়ী সেনানায়কেরাই ডিক্টেটরী প্রবর্তন করিতে পারে। আমি আপনাকে সামরিক সাফল্যের জন্য অনুরোধ করিতেছি ; আমি ডিক্টেটরী শাসনের ঝুকি লাইব । সরকার যথাসাধ্য আপনাকে সমর্থন করিবে—পূৰ্ববতী সকল সেনাপতিকেই সেই সাহায্য দেওয়া হইয়াছে এবং ভবিষ্যতেও দেওয়া হইবে । আমার বিশেষ ভয় হয় যে সেনাপতিকে সমালোচনা করার এবং তাহার নির্দেশ অমান্য করার যে মনোভাব। আপনি সেনাবাহিনীতে অনুপ্রবিষ্ট করিয়াছেন এক্ষণে তাহা আপনারই বিরুদ্ধে প্রযুক্ত হইবে। ইহা দমনের জন্য আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করিব । সেনাবাহিনীর মনোভাব এরূপ হইলে আপনি কেন, বাঁচিয়া থাকিলে স্বয়ং নেপোলিয়নও তাহাকে লইয়া কোন মহৎ কার্য করিতে সক্ষম হইতেন না । অতএব হঠকারী হইবেন না। হঠকারিতা প্রদর্শন না করিয়া শক্তি এবং বিনিদ্র সতর্কতার সহিত অগ্রসর হউন এবং আমাদিগকে জয়যুক্ত করুন। ভবদীয়— এ. লিঙ্কন ধন্যবাদজ্ঞাপন দিবস ঘোষণা যুদ্ধের দুঃখ এবং দুর্বিপাকের মধ্যে লিঙ্কন জাতিকে ভগবানের যে আশীৰ্বাদ ভাহাদের উপর বর্ষিত হইতেছে ভজন্য ধন্যবাদ জ্ঞাপনের নিমিত্ত একটি দিন পৃথক করিয়া রাখার আহবান জানান। এই ভাবেই ধন্যবাদজ্ঞাপন দিবুস মার্কিন যুক্তরাষ্টে একটি জাতীয় ছুটীর দিনরূপে ধাৰ্য হইবার নজীর 乏积1 8 Պ
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।