পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট কতৃক ? একটি ঘোষণা যে বৎসর অবসান হইতে চলিয়াছে তাহা শস্যশ্যামল ক্ষেত্র এবং স্বাস্থ্যপূৰ্ণ আবহাওয়ায় আশীৰ্বাদপুষ্ট । এই সকল প্রাচুর্য উপভোগ করিতে আমরা এরূপ অভ্যস্ত হইয়াছি যে আমরা ভুলিতে বসিয়াছি কোথা হইতে এগুলি আসিতেছে। এই প্রাচুর্যের সহিত আরও বহুতর জিনিষের সংযোগ ঘটিয়াছে যাহা এরূপ অসাধারণ যে সর্বশক্তিমান ভগবানের সতর্ক বিধান সম্পর্কে সত্যত অজ্ঞ হৃদয়ও তাহার অনুপ্রবেশে কোমল না হইয়া পারে না । এই গৃহযুদ্ধ— যাহার বিস্তৃতি এবং প্রচণ্ডত অভূতপূৰ্ব—-ইহা বিদেশী রাষ্ট্রগুলিকে তাহদের আক্রমণস্পহা৷ চরিতার্থ করিতে প্ৰলুব্ধ করিয়াছে ; কিন্তু সে অবস্থাতেও সকল দেশের সহিত শান্তি বজায় রহিয়াছে, শুঙ্খলা অক্ষুন্ন রহিয়াছে, আইনের বিধানসমূহ প্রতিপালিত হইয়াছে ; একমাত্র সামরিক সংঘর্ষের ক্ষেত্র ব্যতীত একতা বজায় থাকিয়াছে ; এবং ইউনিয়নের সৈন্য ও নৌ বাহিনীর অগ্রগতির ফলে সেই রণভূমিও ক্রমশঃই সংকুচিত হইয়াছে। শান্তিপূর্ণ শিল্প হইতে জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পদ এবং শক্তি প্রয়োজনানুযায়ী স্থানান্তরিত হইলেও লাঙল, তাত বা জাহাজ আচল থাকে নাই ; কুঠার আমাদের বসতির সীমা বিস্তৃততর করিয়াছে এবং লৌহ, কয়লা এবং মূল্যবান ধাতুগুলির খনি হইতে পূর্বাপেক্ষা প্রচুর সম্পদ আহৃত হইয়াছে। রণক্ষেত্রে, অবরোধের ফলে এবং বাহিনীতে ক্ষয় ক্ষতি সত্ত্বেও জনসংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি পাইয়া চলিয়াছে এবং বধিত শক্তি ও সামর্থ্যের চেতনায় আনন্দাকুল দেশের সম্মুখে সময়ের সহিত স্বাধীনতা বৃদ্ধির আশা দেখা দিয়াছে । এই সকল মহৎ কার্য কোন মানুষ কতৃক উদ্ভাবিত বা বাস্তবে রূপায়িত হয় নাই। এগুলি শ্রেষ্ঠ পুরুষ ভগবানের দয়ার দান ; তিনি আমাদের পাপের জন্য আমাদের প্রতি ক্রুদ্ধ হইলেও আমাদিগের প্রতি করুণা প্রদর্শন করিতে বিস্মত হ’ন নাই । সমগ্ৰ মাকিন জাতির এক প্রাণে এবং এক বাক্যে ভগবানের এই দানকে সকৃতজ্ঞ চিত্তে গাম্ভীর্য এবং শ্রদ্ধার সহিত স্বীকার করা কর্তব্য । অতএব আগামী নভেম্বরের শেষ বৃহস্পতিবার স্বর্গস্থিত আমাদের সহৃদয় পরম পিতাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র, এবং বিদেশে এবং সমুদ্র বক্ষে, আমার স্বদেশবাসী দিগকে আহবান জানাইতেছি। এই অত্যাশ্চর্য পরিত্রাণ এবং আশীৰ্বাদের জন্য এই প্রাপ্য পূজা তাহাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্বদেশবাসী দিগকে অনুরোধ করিব যে তঁাহারা আমাদের জাতীয় উন্মাৰ্গগামিতার জন্য সানুনয় অনুশোচনা জানাইয়া, আমরা আনিবাৰ্যরূপে যে শোকাবহ আন্তদ্বন্দ্ৰে প্ৰবৃত্ত রহিয়াছি তাহাতে যাহারা বিধবা, অনাথ হইয়া বা অন্যভাবে শোকগ্ৰস্ত এবং ক্ষতিগ্ৰস্ত হইয়াছে তাহদের জন্য ভগবানের সদয় আশীৰ্বাদ প্রার্থনা করেন ; এবং জাতীয় ক্ষত আরোগ্যের জন্য এবং স্বৰ্গীয় বিধান অনুযায়ী যথাশীঘ্ৰ শান্তি, ঐক্য, প্রশান্তি এবং ইউনিয়ন পুনঃ প্রতিষ্ঠার জন্য সর্বশক্তিমানের হস্তক্ষেপের জন্য আকুল আবেদন করেন। E Եr