পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী আরব্ধ। কার্য সম্পন্ন করার জন্য নিজেদের উৎসর্গ করা। আমাদের সম্মুখে যে মহান কর্তব্য রহিয়াছে সেই কর্তব্যের প্রতি আমাদের নিজেদেরই উৎসর্গ করা উচিত—যে উদ্দেশ্যের জন্য তাহারা তাহদের আনুগত্যের শেষ কণাটি পর্যন্ত দিয়াছেন, মৃত মহাত্মনদের দৃষ্টান্ত হইতে আমরা যেন সেই উদ্দেশ্যের প্রতি আনুগত্য বৃদ্ধি করিতে উদ্বদ্ধ হই, যেন আমরা এখানে সংকল্প গ্ৰহণ করি যে তাঁহাদের মৃত্যু বিফল হইতে দিব না—যেন ভগবানের অধীন এই দেশে স্বাধীনতার পুনর্জন্ম ঘটে—যেন পুথিবী হইতে জনগণের জন্য জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার ধ্বংস না হয় | মানবদরদী লিঙ্কন প্রেসিডেণ্ট পদের দায়িত্বের গুরুভার বহন করার সঙ্গে সঙ্গে লিঙ্কন প্রায়শঃই অখ্যাত, সাধারণ নরনারী যাহারা ভঁাহার মানবতাবোধের নিকট আবেদন করিত, তাহদের পক্ষ হইয়া হস্তক্ষেপ করিতেন। এক্সিকিউটিভ ম্যানসন, ওয়াশিংটন, মাৰ্চ ১, ১৮৬৪ । মাননীয় সমরাসচিব— প্রিয় মহাশয়, বেয়ার্ড নামী জনৈকা দরিদ্র বিধবার এক পুত্র সেনাবাহিনীতে কাজ করে ; কোন অপরাধের জন্য শাস্তি হিসাবে তাহাকে দীর্ঘকাল বিনা বেতনে, বা অতি সামান্য বেতনে কাজের JSS B BB BDBS SBDBDBDSSYSSB DBD BBBS BBB BBBB DDB KBDB BBDS DBBD পরিবারগুলি ইহাতে বিশেষভাবে ক্লেশ পায় । সে কয়েকমাস এভাবে কাজ করার পর তাহার মাতার অশ্রাকাতর আবেদনে আমি নির্দেশ দিই যেন তাহাকে চাকুরীর পূর্ব সর্ত অনুযায়ী নূতন ভাবে কাজে নিয়োগ করা হয়। তাহার মাতা এখন আসিয়া বলিতেছে যে ঐ নির্দেশ কার্যকরী করাইতে পারিতেছে না । অনুগ্ৰহ করিয়া উহা কার্যকরী করুন । ভবদীয়— এ. লিঙ্কন ।