এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী আপনার পরিবার ও প্রিয়জনের নিকট ফিরিয়া যাইতেছেন । আমরা বর্তমানে যে মহাসংগ্রামে নিরত আছি তাহাতে আপনারা যে ভূমিকা গ্ৰহণ করিয়াছেন। সেজন্য আমি আমার এবং দেশের পক্ষ হইতে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি । যখনই আমি সৈন্যদের নিকট কোন কথা বলিবার সুযোগ পাই তখন সর্বদাই কয়েকটি সংক্ষিপ্ত কথায় এই প্ৰতিদ্বন্দ্বিতায় জয়লাভের গুরুত্ব সম্পর্কে তাহদের মনে বিশেষভাবে রেখাপাত করিতে চেষ্টা করি । এই মহান এবং স্বাধীন সরকার যাহা আমরা সারাজীবন ধরিয়া ভোগ করিয়াছি তাহাকে, কেবলমাত্ৰ আজিকার দিনের জন্য নহে অনাগত সকল দিনের জন্যই যেন আমাদের বংশধরদের জন্য স্থায়ী করিয়া যাইতে পারি। আমি আপনাদিগকে এই কথাটি স্মরণ রাখিবার জন্য মিনতি করিতেছি। — কেবলমাত্র আমার জন্য নহে, আপনাদের নিজেদের জন্যও । দৈবাৎ সাময়িকভাবে আমি বৃহৎ হোয়াইট হাউস অধিকার করিয়া রহিয়াছি। আমার পিতার সন্তানের মত আপনাদের সন্তানগণও যে এখানে আসিবার আশা করিতে পারে আমিই তাহার জীবন্ত সাক্ষী । এই স্বাধীন সরকার যাহা আমরা ভোগ করিয়াছি — ইহার মাধ্যমে আপনাদের অধ্যবসায়, উদ্যম এবং বুদ্ধিমত্তা প্রয়োগের অবারিত ক্ষেত্র এবং উপযুক্ত সুযোগ থাকা উচিত ; সুযোগ থাকা উচিত জীবনের গতিপথে আপনাদের বাঞ্ছনীয় মানবিক আশা আকাঙ্খী পূর্ণ হওয়ার । যাহাতে আমরা আমাদের জন্মস্বত্ব না হারাই সেজন্য এই সংগ্রাম চালাইয়া যাইতে হইবে—কেবলমাত্র এক বৎসরের জন্য নহে, দুই বা তিন বৎসরের জন্য। জাতির এই অমূল্য রত্ন সুরক্ষিত করার জন্য যুদ্ধ করা অনুচিত কার্য নহে। স্বগীয় নির্দেশ সম্পর্কে ১৮৬৪ সালের সেপ্টেম্বরে এক বন্ধুকে লিখিত পত্রে যুদ্ধের অগ্নিপরীক্ষার মধ্যে কোন বিশ্বাস ভঁাহাকে অনুপ্রেরণা জোগায় তাহ প্ৰকাশ করেন। এক্সিকিউটিভ ম্যানসন, ওয়াশিংটন, সেপ্টেম্বর ৪, ১৮৬৪ । এলিজা পি, গারণী, পরম সুহৃদ্বরেষু, দুই বৎসর পূর্বে একদিন শনিবার সকালে যখন আপনি স্বয়ং কয়েকজন বন্ধুকে লইয়৷ আমার সহিত সাক্ষাৎ করিতে আসেন। সেই স্মরণীয় ঘটনা আমি ভুলি নাই—সম্ভবতঃ কখনও ভুলিব না। এক বৎসর পর আপনি যে চিঠিখানি লিখিয়াছিলেন তাহাও ভুলি নাই। সৰ্বক্ষেত্রেই আপনি ভগবানের উপর আমার আস্থা বৃদ্ধি করিতে প্ৰয়াসী হইয়াছেন । (t R
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।