পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেসিডেন্টরূপে কাৰ্যকাল নিরন্তর প্রার্থনা এবং সাস্তুনাবাণীর জন্য এই দেশের সৎ খৃষ্টান জনসাধারণের নিকট আমি বিশেষ কৃতজ্ঞ—আপনার নিকট যেমন অপর কাহারও নিকট সেরূপ নহে। সর্বশক্তিমানের অভিপ্ৰায় সমূহ নিষ্কলঙ্ক, এবং তাহা প্রাধান্য লাভ করিবেই, যদিও ভ্ৰান্ত, নশ্বর মানব আমরা অগ্ৰে তাহা অনুধাবন করিতে পারি না। বহু পূর্বেই আমরা এই যুদ্ধের সুখকর পরিণতি ঘটিবে বলিয়া আশা করিয়াছিলাম ; কিন্তু ভগবান সর্বাপেক্ষা ভাল বোঝেন এবং তিনি অন্য বিধান করিয়াছেন । তথাপি আমরা তঁহার বিচক্ষণতা এবং আমাদের ভ্ৰান্তি স্বীকার করিব । ইতিমধ্যে তিনি আমাদিগকে যে সর্বশ্রেষ্ঠ আলোক দিয়াছেন তদনুযায়ী কার্য করিয়া যাইব এই বিশ্বাসে যে এই ভাবে কাজ করিলেই তঁহার অভিপ্রেতি লাভ সুগম হইবে। ইহা সুনিশ্চিত যে এই মহাপ্ৰলয়—যাহার সৃষ্টি অথবা লয় মানবের সম্পূর্ণ সাধ্যাতীত— হইতে কোন মহাকল্যাণ সাধন তাহার অভিপ্ৰায় । আপনার দেশবাসিগণ-বন্ধুরা-বিশেষ কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়াছিলেন এবং তাহার মধ্য দিয়া চলিতেছেন । নীতি এবং বিশ্বাস অনুযায়ী ভঁাহারা যুদ্ধ এবং উৎপীড়ন উভয়েরই বিরোধী – কিন্তু কার্যতঃ উৎপীড়ন দূর করিতে হইলে যুদ্ধ ভিন্ন গত্যন্তর নাই। এই কঠিন সঙ্কটে—কেহ একটি শিঙত ধরিয়া রহিয়াছেন, কেহ বা অন্যটি। আমাকে বিবেকের নির্বন্ধ দেখাইয়া র্যাহারা অনুরোধ জানাইয়াছেন, তাহাদের জন্য ন্যায়ের নিকট আমার শপথের ভিত্তিতে যথাসাধ্যা করিয়াছি, এবং করিতে থাকিব । আপনি যে ইহা বিশ্বাস করেন তাহাতে আমি সন্দেহ করি না । এই বিশ্বাস লইয়া আমার দেশের জন্য এবং আমার নিজের জন্য স্বৰ্গস্থিত আমাদের পরমপিতার নিকট আপনার ঐকান্তিক প্রার্থনা আমি এখনও পাইব । আপনার একান্ত বন্ধু, ७. क्लिश्न অবাধ নির্বাচন ১৮৬৪ সালের নভেম্বর মাসে এক সম্বধনার উত্তরদান প্রসঙ্গে লিঙ্কন তঁহার পুনর্নির্বাচন সম্পর্কে তঁহার নিজ অভিমত ব্যক্ত করিয়া বলেনঃ বহুকাল যাবত এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি রহিয়াছে যে, জনসাধারণের স্বাধীনতা ক্ষুন্ন না করিয়াও কোন সরকার এমন বলসঞ্চয় করিতে পারে। কিনা যাহাতে আপৎকালে ইহা নিজের অস্তিত্ব রক্ষা করিতে পারে । বর্তমান বিদ্রোহ এই বিষয়ে আমাদের সাধারণতন্ত্রকে একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলে। বিদ্রোহের সময় যথানিয়মে প্রেসিডেণ্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই চাপ বিশেষভাবে বৃদ্ধি পাইয়াছে। ঐক্যবদ্ধ থাকা সত্ত্বেও বিদ্রোহের ফলে যদি অনুরক্ত জনসাধারণের উপর সর্বাপেক্ষা বেশি চাপ পড়িয়া থাকে, তবে রাজনৈতিক আন্তদ্বন্দ্বে বিভক্ত হওয়ার ফলে আংশিক পক্ষাঘাতের দরুণ কি তাহদের পতন অবশ্যম্ভাবী নহে ? (tԿ)