পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী কিন্তু নির্বাচনের প্রয়োজন ছিল । নির্বাচন ব্যতিরেকে স্বাধীন সরকার গঠন সম্ভব নহে, বিদ্রোহের ফলে আমরা যদি জাতীয় নির্বাচন বাতিল করিতে বা স্থগিত রাখিতে বাধ্য হইতাম তবে তাহাই হইত বিদ্রোহের সাফল্য এবং আমাদের ধ্বংস সূচিত হইত। নির্বাচনের বিরোধ বর্তমান ঘটনাবলীর উপর মানবচরিত্রের প্রয়োগ ব্যতীত আর কিছুই নহে। এইক্ষেত্রে যাহা ঘটিয়াছে, অনুরূপ সকল ক্ষেত্রেই তােহা ঘটা উচিত। মানব চরিত্রের পরিবর্তন ঘটিবে না । ভবিষ্যতে কোন বিরাট পরীক্ষার সময় উপস্থিত হইলে, তখন যাহারা উহার সম্মুখীন হইবে, তাহারাও এখনকারই মত দুর্বল, শক্ত, নির্বোধ, বুদ্ধিমান, মহান বা দুষ্ট হইবে । অতএব আসুন, আমরা এই ঘটনাগুলিকে অনুধাবন করি – জ্ঞানের আধার দর্শনকে যেভাবে অনুধাবন করি সেইভাবে, প্রতিশোধ গ্রহণের উপযোগী অন্যায় হিসাবে নহে । কিন্তু নির্বাচন – আকস্মিক এবং অবাঞ্ছনীয় বিবাদ সত্ত্বেও—উপকার করিয়াছে। ইহাতে প্রমাণিত হইয়াছে যে বিরাট গৃহযুদ্ধের মধ্যেও জনসাধারণের সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠান করিতে পারে। এতদিন পর্যন্ত এরূপ হওয়া সম্ভব বলিয়া পুথিবী মনে করিত না । ইহাতে আরও প্রমাণিত হইয়াছে যে আমরা কত সবল এবং শক্তিশালী । ইহাতে প্রমাণিত হইয়াছে যে একই দলের প্রার্থীদের মধ্যেও তিনিই অধিকাংশ জনসাধারণের ভোট পাইতে পারেন যিনি ইউনিয়নের প্রতি সৰ্বাপেক্ষা অনুরক্ত এবং দেশদ্রোহিতার সর্বাপেক্ষা বিরোধী। এখন পর্যন্ত যতদূর জানা গিয়াছে তাহাতে আরও প্রমাণিত হইয়াছে যে যুদ্ধ আরম্ভ হইবার সময় আমাদের যত লোক ছিল এখন তদপেক্ষা অনেক অধিকসংখ্যক লোক আমাদের সহগামী | স্বস্থানে স্বৰ্ণ সুন্দর ; কিন্তু জীবন্ত, সাহসী এবং দেশপ্রেমিক মানুষ স্বর্ণ অপেক্ষা শ্রেষ্ঠতর। বিদ্রোহ এখনও চলিতেছে ; নির্বাচন সমাধানের পর সকলে কি পুনরায় সাধারণ স্বার্থে আমাদের সকলের দেশকে রক্ষার জন্য সাধারণ প্রচেষ্টায় পুনমিলিত হইতে পারে না ? আমার দিক হইতে এই পথে অন্তরায় সৃষ্টি না করিবার প্রয়াস পাইয়াছি এবং ভবিষ্যতেও সেই চেষ্টা করিয়া যাইব । যতদিন আমি এখানে আছি কখনই ইচ্ছাকৃতভাবে কাহারও বক্ষে কণ্টক রোপণ করি নাই । পুননির্বাচনের মহাসম্মান সম্পর্কে আমি গভীরভাবে সচেতন ; দেশবাসীর সকলের স্বার্থে তাহাদিগকে যথার্থ উদ্দেশ্যের দিকে পরিচালিত করিয়াছি বলিয়া সর্বশক্তিমান ভগবানের নিকট আমি সবিশেষ কৃতজ্ঞ ; কিন্তু তথাপি পরিণামে অপর কেহ হতাশ হইয়াছে বা ব্যথিত হইয়াছে এই চিন্তার ফলে আমার সন্তোষ কণামাত্ৰ বুদ্ধি পায় না । যাহারা আমার সহিত কোন মতানৈক্য অনুভব করে না তাহাদিগকে কি আমি অনুরোধ করিতে পারি—যাহারা আমার সহিত মতানৈক্য অনুভব করে তাহদের প্রতি এই মনোভাব প্রদর্শনের নিমিত্ত আমার সহিত মিলিত হইবার জন্য । পরিশেষে আমাদের সাহসী সৈন্য ও নাবিকের দল এবং তাহদের বীর এবং সুদক্ষ সেনাপতি দিগকে অভিনন্দন জানাইতেছি। ዕ 8