প্রেসিডেন্ট রূপে কার্যকাল জনৈক মাতার নিকট পত্ৰ জনৈক মাতার পঁাচ পুত্র যুদ্ধে প্ৰাণপাত করিয়াছিল।-লিঙ্কন ভঁাহার নিকট যে সমবেদনা-জ্ঞাপক পত্ৰ লিখিয়াছিলেন, তাহা আবিষ্কত হইবার পর যত অধিকবার প্রকাশিত হইয়াছে এবং যেরূপ শ্রদ্ধার সহিত বংশানুক্রমে ਭ རྒྱུག་ পুনর্পঠিত হইয়াছে—তঁাহার লিখিত অপর কোন চিঠিই সেরূপ 枣和可州芝1 এক্সিকিউটিভ ম্যানসন, ওয়াশিংটন, নভেম্বর ১১, ১৮৬৪ প্রিয় মহোদয়া, যুদ্ধ বিভাগের নথিপত্রে আমাকে ম্যাসাচুসেটস এর অ্যাডজুটেণ্ট জেনারেল-এর একটি বিবৃতি দেখান হইয়াছে যে আপনি যুদ্ধক্ষেত্রে মহিমান্বিতভাবে প্রাণদানকারী পাঁচ পুত্রের জননী। এইরূপ অভিভূতকারী ক্ষতির দুঃখে আপনাকে কোন সান্থনাবাক্য প্রদানের চেষ্টা যে কত দুর্বল এবং নিরর্থক আমি তাহ অনুভব করি । কিন্তু যে সাধারণতন্ত্রকে রক্ষার জন্য তাহারা প্ৰাণ দিয়াছে তাহার কৃতজ্ঞতায় যে সাস্তুনা রহিয়াছে আমি আপনাকে তাহা না জানাইয়া পারি না । আমি প্রার্থনা করি যেন আমাদের স্বৰ্গীয় পিতা আপনার দুঃখের দাহনের উপর শান্তি প্রলেপ দেন ; হারানো প্রিয়পাত্রের সম্মেহ স্মৃতি এবং স্বাধীনতার বেদীমূলে অমূল্য ত্যাগের পবিত্ৰ গৰ্ব আপনার থাকুক। আপনার আতিশয় সহস্ৰাদয় এবং সশ্রদ্ধা মরমী এ. লিঙ্কন “সংবাদলেখক” হিসাবে ১৮৬৪ সালের ডিসেম্বর মাসে একদিন লিঙ্কন একজন সংবাদপত্ৰ প্রতিনিধিকে ডাকিয়া নিজের লেখা শিরোনামাযুক্ত একটি সম্পূৰ্ণ সংবাদ
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।