প্রেসিডেন্টরূপে কাৰ্যকাল সকলের পক্ষে সর্বাপেক্ষা কম বেদনার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে উন্মুখ লিঙ্কন সংযত মনোভাবের পরিচয় দিলেন। জয় সম্পর্কে তিনি সামান্যই বলিলেন ; আসন্ন কতব্য সম্পর্কেই তিনি বেশি করিয়া বলিলেন। সে রাত্রে কেহই জানিতে পারে নাই যে, যে কতব্যের প্রতি তিনি তখন নিজেকে উৎসর্গ করিতেছিলেন তিন রাত্রি পরে এক ঘাতকের বুলেট সেই কতব্য তঁহার হাত হইতে ছিনাইয়া লইবে । জনসমক্ষে ইহাই ভঁাহার শেষ বক্ততা । আমরা এই সন্ধ্যায় মিলিত হইয়াছি— দুঃখে নহে, আনন্দাকুল হৃদয়ে। পিটাসবার্গ ও রিচমণ্ডের পতন এবং প্রধান বিদ্রোহী সৈন্যদলের আত্মসমর্পণ ন্যায্য এবং দ্রুত শান্তির আশা জাগায়, ইহার উৎফুল্ল প্ৰকাশ দমন করিয়া রাখা যায় না। অবশ্য এই সময় যিনি সকল সুখের মূল তঁহাকে ভুলিলে চলিবে না। জাতীয় ধন্যবাদ-জ্ঞাপনের জন্য আহবানের প্রস্তুতি চলিতেছে, শীঘ্রই তাহার ঘোষণা করা হইবে • • • এই সকল সাম্প্রতিক সাফল্যের ফলে জাতীয় কতৃত্বের পুনরুদ্বোধন—পুনর্গঠন, প্রথম হইতেই যাহ। আমার চিন্তাকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে তাহা—আমাদের সম্মুখে আরও ঘনিষ্ঠ হইয়া দেখা দিয়াছে। এই পথে বিরাট সমস্যা রহিয়াছে। স্বাধীন রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সময় যেমন নিদিষ্ট কতৃপক্ষের সহিত আলোচনার সুযোগ থাকে, এক্ষেত্রে সেরূপ নাই । সকলের পক্ষ হইতে বিদ্রোহের অবসান ঘোষণা করিবার অধিকার কাহারও নাই। অসংগঠিত এবং বিরোধী শক্তিসমূহের সহিত আমাদের আলোচনা আরম্ভ করিতে হইবে এবং ইহাদিগকে পরিবতিত করিতে হইবে । উপরন্তু ইহাও কম সংকটের কথা নহে যে আমরা সকলে ইউনিয়নের প্রতি অনুরক্ত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে পুনর্গঠনের রূপ, প্রকৃতি এবং উপায় সম্পর্কে মতান্তর রহিয়াছে • • • আমরা সকলেই স্বীকার করি যে তথাকথিত স্বতন্ত্র রাষ্ট্রসমূহ ও ইউনিয়নের মধ্যে যথাযথ কার্যকরী সম্পর্ক নাই ; এবং ঐ যথাযথ কার্যকরী সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠাই হইল ঐ রাষ্ট্রগুলি সম্পর্কে সরকারের একমাত্র সামরিক ও বেসামরিক উদ্দেশ্য। এই সকল রাষ্ট্র কখনও ইউনিয়নের বহির্ভূত ছিল। কিনা। এ সম্পর্কে সিদ্ধান্ত গ্ৰহণ না করিয়া, এমনকি কোনরূপ বিবেচনা না করিয়াও, ইহা করা যে কেবল সম্ভব তাহা নহে, আধিকতর সহজও বটে। নিরাপদে গৃহে ফিরিয়া আসিবার পর তাহারা অতীতে দেশের বাহিরে ছিল। কিনা তাহ অবান্তর হইয়া পড়ে। এই সকল রাষ্ট্র এবং ইউনিয়নের মধ্যে যথাযথ কার্যকরী সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য আসুন আমরা সকলে মিলিয়া যথাকর্তব্য করি। পরে প্রত্যেকেই এ সম্পর্কে নিজেদের অপক্ষপাত মতামত জানাইবার অবসর পাইবেন যে এই কর্তব্য করিতে গিয়া তঁহার রাষ্ট্রগুলিকে বাহির হইতে আনিয়া ইউনিয়নের সহিত যুক্ত করিয়াছেন, না কি রাষ্ট্রগুলি কখনও ইউনিয়নের বাহিরে না যাওয়ায় তাহারা কেবল রাষ্ট্রগুলিকে মিলিত হইবার জন্য যথাযথ সাহায্য করিয়াছেন । ձԷ)
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।