পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী অন্তিম দিনের স্মারকলিপি জীবনের শেষ দিনে, ১৮৬৫ সালের ১৪ই এপ্রিল, লিঙ্কন অনেকগুলি বাণী এবং স্মারকলিপি লিখিয়াছিলেন। সেগুলির মধ্যে ছিল জেনারেল জেমস এইচ, ভ্যান অ্যালেনের নিকট লেখা একটি নোট। ওয়াশিংটন, এপ্রিল ১৪, ১৮৬৫ প্রিয় মহাশয় ? আমি বন্ধুদের উপদেশ গ্ৰহণ করিয়া যথাযথ সতর্কতা অবলম্বনের ইচ্ছা! পোষণ করি। ইউনিয়নের পুনঃপ্রতিষ্ঠা করিয়া যাহাতে, আপনার ভাষায়, রাষ্ট্রের সঙ্গে সঙ্গে হৃদয়ের এবং হাতের মিলন ঘটান যায়। সেজন্য আমার প্রচেষ্টাকে আপনার ন্যায় রক্ষণশীল ব্যক্তিবৃন্দ সমর্থনা করিবেন বলিয়া আপনি যে আশ্বাস দিয়াছেন। সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাইতেছি । আপনার বিশ্বস্ত, এ. লিঙ্কন । ডানদিকের ছবিটি জনৈক শিল্পী কতৃক অঙ্কিত, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি, সি’তে রক্ষিত লিঙ্কনের বীরোচিত মর্মর-মৃতির প্রতিলিপি । =