প্রধান কাৰ্যনির্বাহক হিসাবে তিনি তাহার স্বদেশবাসী দিগকে প্রভাবিত করিতে চেষ্টা করিতেন । এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি বক্ততা দিতেন এবং লিখিতেন । কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নহে, সমগ্র বিশ্বেই আগামী কালের অসংখ্য নরনারী যে তাহার বাক্যাবলী পড়িবে, অনুশীলন করিবে এবং অনুধ্যান করিবে সেই ধারণা এই নিরহঙ্কার ব্যক্তির মনের কোন কোণে স্থান পাওয়ার সম্ভাবনা ছিল না— তিনি কয়েক বৎসর পূর্বে এক বন্ধুকে লিখিয়াছিলেন, “আমি অকপটে বলিতে বাধ্য যে আমি নিজেকে প্রেসিডেণ্ট পদের উপযুক্ত বলিয়া মনে করি না।” শুধুমাত্র প্রেসিডেণ্ট থাকাকালীন সময়েই নহে সমগ্র জীবন ব্যাপিয়া তিনি যাহা বলিয়াছেন বা লিখিয়াছেন প্রায় শতাব্দীকাল পূর্বে তাহার মৃত্যুর পর হইতে অদ্যাবধি সময় পর্যন্ত সে-সকলই সাগ্রহে সংগৃহীত হইয়া সযত্নে রক্ষিত হইয়াছে এবং প্রকাশিত ও পুনঃপ্রকাশিত হইয়াছে। তাহার একজন বিখ্যাত জীবনীকার, কার্ল স্যাণ্ডবার্গের উক্তি অনুসারে লিঙ্কনের মুদ্রিত বক্তৃতা এবং রচনাবলীতে মোট >,०१४,७७९ )ि *|दन यांछ । লিঙ্কনের সাধ শত জন্মবার্ষিকী সমারোহ উপলক্ষে মার্কিন জনসাধারণের অন্যতম মহান উত্তরাধিকার, শব্দ এবং চিন্তার এই মহামূল্য খনি হইতে নির্বাচিত অংশবিশেষ এই পুস্তিকায় সন্নিবিষ্ট হইয়াছে। লিঙ্কনের সম্পূর্ণ রচনাবলী সঙ্কলনের সম্পাদনায় খ্যাতিমান রায় পি, বেসলার-এর ভাষায় এগুলিতে প্রকাশিত হইয়াছে “মহান মন এবং হৃদয়ের মহিমা, যাহা নীতিতে ন্যায়পরায়ণতা, কার্যে সাধুতা এবং বাক্যে সৌন্দর্যের প্রত্যাশী। তাহাতে সৃষ্টিধর্মী চেতনা রূপ লাভ করিয়াছিল এবং তন্মধ্যেই উনবিংশ শতাব্দীর আমেরিকার বাস্তবতা জীবন লাভ করিয়া অদ্যাপি প্ৰাণবন্ত রহিয়াছে। লিঙ্কন এই বাস্তবতার সহিত ওতঃপ্রোতভাবে জড়িত ; তাহার প্রকাশভঙ্গী অননুকরণীয়। তাহার কথাগুলি সেহেতু এখনও স্মরণীয় রহিয়াছে। তাহার যুগের তিনি সম্পূর্ণ প্রতিচ্ছবি—আদর্শ পুরুষ । ফলে আমরা যখন তাহাকে অনুধাবন করিতে ঘাই তখন তাহাকে অতীত দিনের শ্ৰেষ্ঠ সাহিত্যকারীদের অপেক্ষা মহত্তর চরিত্ররূপে দেখি । সাধারণ নাগরিক এবং প্রেসিডেণ্ট হিসাবে তিনি যে সকল কাজ করিয়াছেন হয়ত কোন কালে সে সকলের বাস্তব তাৎপর্য স্নান হইতে পারে ; কিন্তু যে ভাস্বর আত্মা তাহার কথাগুলিকে উদ্ভাসিত করিয়া রাখিয়াছে, আমাদের তাহাকে বিস্মৃতি হইলে চলিবে না, এবং তাহার মহত্ত্বকে ও স্বীকার করিতে হত হবে ।’ JJJS BD SuSDD DD DS D DD DD D S uu SKKSDD BDB S D SDDS DD DD DBJSS S BB SBBB BB S SSS S SS SBKKSJ KBSSDuS SE DE S SS B K Du D S B BSB S SJSBS SJ KJS B KKD S D D S S DD KB DS uu YS BB KKSS0S
পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।