পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\') সফল স্বপ্ন । ব্যক্তি,আমি এই দেশের একাধিপতি হইব ইহা স্বপ্নেরই বিষয় হইতে পারে, কোন ক্রমেই বিশ্বাস যোগ্য নহে ; স্বপ্ন কেবল বাতিকের ক্রীড়া মাত্র ; জাগ্রদবস্থায় যে সকল ভাব মনোমধ্যে উদিত হয়, মনুষ্য তাহা বুদ্ধিবলে দমনকরিয়া মনোবৃত্তি সকলকে আপন আপন উচিত কার্য্যে নিযুক্ত করেন ; স্বপ্নাবস্থায় বুদ্ধি নিস্ক্রিয় হয়, সুতরাং মনোমধ্যে বিবিধ অসঙ্গতভাবের আবির্ভাব হইবে আশ্চৰ্য্য কি ? অতএব জ্ঞানী ব্যক্তির কথন স্বপ্নে বিশ্বাস করেন ন!—বিশেষতঃ এরূপ দুরাশ সঞ্চিত করায় মহৎ হানির সম্ভাবনা ; কারণ যদিও ইহা কস্মিনকালে সফল হয়, তাহাতেই বা তাৎকালিক সুখের আধিক্য কি ? আর যদি সফল না হয়, তবে যতকাল বাচিব ততকাল লোভন্ধপ দাবাগ্নিদ্বারা অন্তদাহ হইতে থাকিবে ; অপরন্তু, সংকীর্ণ ধৰ্ম্মপথাবলম্বী হইয়া ঈদৃশ দুশ্চিন্তা-নিমগ্ন হইলে স্থলিত পদ হইয় অধঃপতিত, অথবা অদ্যমনস্কতা ৰশতঃ বিপথগামী হইতে হয়—অতএব হে জগৎপতে ! আমার এই প্রার্থন, কখন যেন অন্তঃকরণে লোভের ভার এমত না হয় যে, তজন্ত অবিনশ্বর ধৰ্ম্ম পদার্থকে এই নশ্বর জীবন অপেক্ষা লঘু বোধ করি। শুদ্ধাত্মা পথিক এই সকল চিন্তাদ্বারা উদ্রিক্ত দুরাকাজ নিরীকরণের চেষ্টা করিতে করিতে চলিলেন।