কোন রাজসংসারে যোদ্ধৃ-কর্ম্ম স্বীকার করিব। পথিমধ্যে দস্যুকর্তৃক পরা ভূত এবং দাসে নিযুক্ত হওয়াতে দেই বর্দ্ধমান আশালতা একেবারে ছিন্ন মূলা হইয়াছিল। কিন্তু মহারাজের পরিচর্যায় নিযুক্ত হইয়া অবধি তাহা পুনর্বার অঅঙ্কুরিত, সম্বর্ন্ধিত এবং ফলিত হইয়াছে”
আলেপ্তাগীন এই বৃত্তান্ত শ্রবণে তুষ্ট হইয়া তৎক্ষণাৎ তাহার দাসত্ব মোচন করিলেন, এবং ক্রমে ক্রমে উন্নতপদ করিয়া পরিশেষে ঊাহাকে প্রধান মন্ত্রিত্বে এবং সর্ব্বসৈন্যাধ্যক্ষতায় নিযুক্ত করিলেন। দাস তাদৃশ উচ্চপদারূঢ় হইয়া ব্যবহারের কিছুমাত্র অন্যথা করিলেন না। তাহার দান্ত স্বভাব ও বিচক্ষণতায় সেনাপুঞ্জ বিলক্ষণ ভক্তিমান ও সুশিক্ষা সম্পন্ন হইল। তাহার শৌর্যবীর্য্যপ্রভাবে রাজার সকল শক্র ক্ষীণবল হইয়া অধীনত। স্বীকার করিল, এবং রাজ্য ও নিরুপদ্রবে পালিত হওয়াতে প্রজাবৃন্দের সুখসমৃদ্ধি বৃদ্ধি হইতে লাগিল।
ইতিপূর্বেই এই অমাত্যের পিতা লৌকিকী লীলা সম্বরণ করিয়া ছিলেন, অতএব আত্মজের ঈদৃশ বিভব দেখিতে পান নাই। কিন্তু জননী তৎকাল পর্য্যন্ত জীবিতা ছিলেন, অতএব তিনি পুত্র সন্নিধানে আনীত হইয়া তাহার তাদৃশ গৌরব দর্শনে ও গুণকীর্তন শ্রবণে চক্ষু-কর্ণের চরিতার্থতা লাভ করিতে লাগিলেন। কি চমৎকার! যে ব্যক্তি সহায় সম্পত্তিবিহীন হইয়া বনে বনে ভ্রমণ করত সিংহ ভল্লুকের সহ বাসী হইয়াছি, যে নানা সঙ্কট উত্তীর্ণ হইয়া পরিশেষে জীবন-মৃত্যুস্বরূপ দাসত্বদশাগ্রস্ত হইয়াছিল, সেই ব্যক্তিই এক্ষণে পৃথ্বিপতির সহিত একা সনে উপবিষ্ট হইতে লাগিল, এবং সহস্র সহস্র নরগণের কৃতজ্ঞতাভাজন হইয়া তাহাদিগের আশীৰ্বাদ লাত করিতে লাগিল! পরমেশ্বরের কি অপায় মহিমা! তিনি অতি উচ্চকে নীচ করিয়া এবং অতি অধমকেও প্রধান পদারূঢ় করিয়া মানবকুলকে সর্বদাই সাংসারিক বিভবের অস্থায়িত্ব এবং ধর্মপদার্থের অবিনশ্বরত্বের প্রমাণ দর্শাইতেছেন। ফলতঃ প্রধান মন্ত্রী এক্ষণে পরমসুখে কালযাপন করিতে লাগিলেন, এবং বাল্যাবস্থায় নানাপ্রকার দুঃখ পাইয়াছিলেন বলিয়াই তাহার চরম দুখ অধিকতর প্রীতিজনক বোধ হইতে লাগিল।