ঐতিহাসিক উপন্যাস। সফল স্বপু। প্রথম অধ্যায় । একদা কোন অশ্বারোহী পুরুষ গান্ধার দেশের নির্জন ৰনে ভ্রমণ করিতেছিলেন। ক্রমে দিনকর গগনমণ্ডলের মধ্যবর্তী হইয়া খৱতর কিরণ-নিকর বিস্তার দ্বারা ভূতল উত্তপ্ত করিলে, পথিক অধ্বশ্ৰমে ক্লান্ত হইয় অশ্বকে তরুণ তৃণ ভক্ষণার্থ রজুমুক্ত করিয়া দিলেন এবং আপনি সমীপবৰ্ত্তী নিবীর তীরে উপবিষ্ট হইয়া চতুর্দিক নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিলেন, স্থানটি ভয়ানক এবং অদ্ভুতরসের আস্পদ হইয়া আছে। নিবিড় বনপত্রে স্বৰ্য্যকিরণ প্রায় সৰ্ব্বতোভাবেই আচ্ছাদিত ; কেবল স্থানে স্থানে কিঞ্চিৎ কিঞ্চিৎ প্রকাশমান মাত্র। বৃক্ষগণ অতি দীর্ঘ। কাহার কাহার গাত্রে একটিও শাখাপল্লব না থাকতে বোধ হয় যেন, উহার উপরিস্থ পর্ণচন্দ্রপতপ ধারণের স্তম্ভ হইয়। অাছে। অদূরে বন-হস্তিগণ মুশীতল ছায়াতলে সুষুপ্তি মুখামুভব করত প্রকাও প্রকাও বনতরুর পাশ্বে দণ্ডায়মান হইয়া আপনাদিগের অপেক্ষাকৃত খৰ্ব্বতা প্রমাণ করিতেছে । ফলতঃ বিধাতা নিভৃত নির্জন কাননে, অথবা নির্গম গিরিশিখরেই স্থষ্টির পরম রমণীয় শোভা সমস্ত সংস্থাপিত করিয়া থাকেন। সেই মনুষ্য-সম্বন্ধবর্জিত,শন:শব্দ,শাস্ত-রসাম্পদ স্থানে নানা অদ্ভূত বস্তুর সদর্শন হওয়াতে মন অবশুই ভক্তি শ্রদ্ধা ও ঔদার্য্য গুণ অবলম্বন করিয়া সেই মহৈশ্বৰ্য্যশালী জগৎকৰ্ত্তার সন্নিধানে নীত হয় ।
পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।