পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ജ്ഞ ♔ | ജ്ഞ= শিবজী জীবদ্দশায় আছেন এবং হঠাৎ আক্রমণ করিয়া মুসলমান সৈন্তপতিকে পরাজয় করিয়াছেন, এই সংবাদ অনতিবিলম্বেই রাজা জয়সিংহের কর্ণগোচর হইল। তিনি তৎশ্রবণমাত্র নিজ পরাক্রাস্ত রাজপুত্র সৈন্ত সমভিব্যহারে মহারাষ্ট্র রাজ্যে প্রবিষ্ট হইলেন। র্তাহার সেন শিবাজীর অপেক্ষ অনেকগুণে অধিক ছিল, এবং আপনিও পৰ্ব্বতীয় যুদ্ধে বিলক্ষণ পটু ছিলেন। দিল্লীশ্বর যেখানে যেখানে অত্যন্ত বিপদে পড়িতেন, সেই সকল স্থানেই রাজা জয়সিহের সাহায্য গ্রহণ করিতেন ; বিশেষতঃ হিন্দু রাজাদিগের সহিত বিবাদকালে রাজা জয়সিংহই আরঞ্জেবের ব্রহ্মাস্ত্র প্রায় ছিলেন। অতএব এই সংগ্রাম-সাগর মহারাষ্ট্রপতির পক্ষেও দুস্তর বোধ হইবে আশ্চৰ্য্য কি ? অনেকেই অমুমান করিয়াছিলেন, বুঝি তিনি এইবার मभ्रं श्हेtणन । কিন্তু মহাত্ম-জনের মানসাকাশ কখনও দুর্ভাবন কর্তৃক এমন জাছন্ন হয় না যে, আশীরুপ নিৰ্ম্মল নক্ষত্র-জ্যোতিঃ র্তাহাদিগের নির্ণীত পথ প্রদর্শন ন করে । শিবজী সেই বিষম সঙ্কটে পড়িয়াও এমন একটী অসমসাহসিক কৰ্ম্ম করিলেন, যাহা সাধারণ ব্যক্তির পক্ষে কেবল অসাধ্য মাত্র নহে, তাহাদিগের বুদ্ধিরও অগম্য। সেই কৰ্ম্ম তিনি যে কি সাহসে বা কি বিবেচনায় করিলেন তাহ অন্তের বুঝিবার নয়। তদ্বারা তাছার অনেক প্রয়োজন সিদ্ধ হইয়াছিল, অতএব তাছার পরামর্শ কেবল ফলামুমেয় এবং তাঙ্কার সাহস সকল লোকের চমৎকার-জনক হইয়া রহিয়াছে । এক দিবস রাজা জয়সিংহ স্বীয় শিবিরে উপবিষ্ট আছেন, হঠাৎ মহারাষ্ট্রপতি একাকী এবং নিরস্ত্র তৎসমক্ষে উপনীত হইয় আত্মপরিচয় প্রদান করিলেন। জয়পুরপতি তৎক্ষণাৎ তটস্থ হইয়া কিছুকাল ইতিকৰ্ত্তব্যত৷ নিৰ্দ্ধারণ করিতে পারিলেন না। কিন্তু বীরপুরুষের উপযুক্ত প্রতিপক্ষেরও গুণ গ্রহণে সক্ষম। জয়সিংহ শিবজীর সহিত যুদ্ধ করিয়া বিলক্ষণ বুঝিরাছিলেন যে, তাছার আপনার সৈন্তসংখ্যা অতিরিক্ত ন হইলে তিনি স্বয়ং