পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সফল স্বপ্ন

 অনুমান হয়,পথিক তাদৃশ উদারভাবে নিমগ্নচিত্ত হইয়া ধ্যানাবলম্বিতের ন্যায় সম্মুখস্থ নিৰ্বরের প্রতি একদৃষ্টে নিরীক্ষণ করিতেছিলেন। এমত সময়ে হঠাৎ সমীপবর্ত্তী ক্ষুদ্রশাথী সমুদায় প্রবল বেগে সমালোড়িত, তাবৎ অরণ্য গভীর গর্গনে শব্দায়মান এবং পথিকের অশ্ববর এক প্রকাণ্ড সিংহের পদাঘাতে ভূতলশায়ী হইল। পথিক নিমিষ মধ্যে সিংহের সমীপবর্ত্তী হইয়া নিষ্কোষিত করবাল দ্বারা এক এক আঘাতেই তাহার পশ্চাৎ পদদ্বয়ের শিরাচ্ছেদন করিলেন। মৃগরাজ ছিন্নপদ হওয়াতে চলৎশক্তি রহিত হইয়াঅশ্বকে পরিত্যাগ করিল—কি অশ্ব তাহার দারুণ পদাঘাতে একান্ত আহত এবং নখর বিদারণে জর্জরীভূত হইয়ছিন—অতএব ক্ষণমাত্র পরেই প্রাণত্যাগ করিল। সিংহ অতিশয় ভয়ঙ্কররূপে গণ্ঠন করিতেছিল—তাহার চক্ষুদ্বয় তেজে উদ্দীপ্ত এবং কেশর উত্থিত হইয়াছিল—কিন্তু সেই ক্রোধ কোন কার্য্যকারী হইল না। পশু সম্মুখের দুই পায়ের উপর ভর দিঘা ক্রনশঃ অগ্রসর হইতেছে দেখিয়াপথিক নির্ভয়ে গমনপূর্ব্বক তাহার মস্তকে খড়া প্রহার করিলেন; দ্বিতীয় আঘাতেই পশুরাজ আর্ত্তনাদ করিয়া প্রাণ পরিত্যাগ করিল।

 পথিক বাহন বিনাশে নিতান্ত ক্ষুব্ধ চিত্ত হইলেন–কিন্তু কি করেন, অ প্রতিবিধেয় জুঃখে তঃখী হ ওয়া আকর্ত্তব্যবিশেষতঃ মধ্যাহ্ব, বহু ক্ষণ অতীত হইঘাছে, দিবা ভাগ থাকিতে থাকিতেই পদব্রজে অরণ্য উত্তীর্ণ হইতে হইবে, এই বিবেচনা করিয়া বাজিপুণ্ঠে যাবৎ পাথেয় দ্রব্য সামগ্রী ছিল, সমুদায় স্বায় স্কন্ধে আবোঁপণ করত তবেগে গম নামূপ হইলেন। বহুক্ষণ কাননের রুটিন পথে গমন করিয়া একান্ত ক্লান্ত হইয়াছেন, এমত সময়ে। সম্মুথে এক বিস্তীর্ণ প্রান্তর দৃষ্টিগোচর হইল। অগ্রসর হইয়া দেখেন,প্রান্তর। মধ্যভাগে এক নবপ্রসূ তা হরিণী স্বীয় শাবক সমভিব্যাহারে তৃণ ভক্ষণ করিতেছে। পথিক সত্বরপদে আসিয়া অনতিবেগবান সদ্যোজাত সেই হরিণ শিশুকে গ্রহণ করিলেন। ভয়বিকপা হরিণী প্রাণভয়ে পলায়ন করিল। মৃগয়া সকল হওয়াতে পথিক মনে মনে ভাবিলেন, এইক্ষণে উত্তম উপযোগ দ্রব্য পাইলাম, কাননে রাত্রি যাপন করিতে হইলেও হানি নাই। এই ভাবিদ্মাহৃষ্টচিত্তে মৃগশাবকের পদে রঞ্জবন্ধন কঢ়িয়া লই লেন, এবং প্রান্তর পরিত্যাগ করিয়া পুনর্বার অটবীমধ্যে প্রবেশ করিলেন। পরে