পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

帶 ©Ꮼ অঙ্গুরীয় বিনিময় । সুমছৎস্তম্ভবৎ তাহার রাজ্যভার বহন করিতেছেন। কিন্তু পরবর্তী বাদসাহের যদি ইহঁর দৃষ্টাস্তামুযায়ী হইয়া চলেন, তবে স্বল্পকাল মধ্যেই সুবর্ণমণি-মাণিক্যাদি-প্রসব ভারতভূমি আর উৎকৃষ্ট নররত্ন প্রসবে সমর্থ হইবেন না। মহারাজ ! আমার এই প্রার্থনা যেন এমন দিন কখনও উপস্থিত না হয় যে, কোন বাদসাহ হিন্দু জাতির মধ্যে সক্ষম ব্যক্তি নাই বলিয়া অবজ্ঞা করেন। মহারাজ ! যাহার। আপনারাই এই জাতিকে নিস্তেজ করিয়া পরে ক্ষীণবীর্ষ্য বলিয়। অবজ্ঞা করেন, তাহদের কি সাধারণ দুষ্টতা ! মহারাজ ! অধুনা ভারতরাজ্যের যে অপেক্ষাকৃত মিরুপদ্রবাবস্থা দৃষ্ট হইতেছে, সে বিকারাপন্ন রোগীর দেীৰ্ব্বল্যাধীন নিস্পন্দ হওয়ার দ্যায়—তাহ সুষুপ্তি মুখামুভব নহে* । . . . . রাজা জয়সিংহ মহারাষ্ট্রপতির আগমনেই আপনার প্রতি তাহার তাশ । বিশ্বাস দর্শন করিয়া তুষ্ট হইয়াছিলেন, আবার এই সকল সরল তথ্যভাষী শ্রবণ করিয়া উন্মীলিতজ্ঞান-চক্ষুঃ এবং উন্মুক্ত-প্রণয়-প্রণালী হইলেন । কিন্তু . রাজপুত্রদিগের কি বাঙ নিষ্ঠ ! তিনি শিবাজীকে ধৃত করিবার প্রতিজ্ঞ করিয়া অtসিয়াছেন এক্ষণে তাহার অন্যথা করিতে পারিলেন না। অতএব অনেক বিবেচনা করিয়৷ উত্তর করিলেন। "মহারাজ ! তোমার কথtয় আমার জ্ঞানোদয় হইল। তুমি যাহা যাহা বলিলে সকলই সত্য বোধ হইতেছে। কিন্তু প্রথমতঃ আমার একটি কথা জিজ্ঞাস্ত আছে তাহার উত্তর করিলে পর আমার যেরূপ পরামর্শ হয় বলিব” । “কি জিজ্ঞান্ত আছে অনুমতি করুন” । “আমি তোমার নিকট যদি এমত প্রতিশ্রত হই যে, বাদসাহ তোমার কোন অপমান করিলে, আমি সেই অপমান আপনার হইল বোধ করিয়৷ তাহার প্রতিফল প্রদানের চেষ্টা পাইব, তবে তুমি তাহার সহিত সাক্ষাৎ করিতে সাহস কর কি না” । শিবাজী তৎক্ষণাৎ উত্তর করিলেন, “তাহ হইলে আমি নিরুদ্বেগে গমন করিয়া বাদসাহের সহিত সাক্ষাৎ করিতে পারি। কারণ তিনি আমার কোন অপমান করিলে আপনি তাহার শক্র হইবেন এবং তাহ হইলেই হিন্দু জাতির অভু্যদয় কাল পুনরুপস্থিত হইবে, অতএব এমত স্থলে আমি মৃত্যু স্বীকার করিতেও সন্মত BBS DD DBBBB BBBBBD DD BBBBSBBB DDD