পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঙ্গুরীয় বিনিময় । ○○ ভাবিতেন “যদি পিতা আমাকে সেই ব্যক্তিকে অর্পণ করিবার মনন করিতেন, তবে এতাবৎ আমার প্রতি অক্রোধ ন হইলেন কেন ? আমি র্তfহারই গুণামুবাদ করিয়াছিলাম বই তার ত কোন অপরাধ করি নাই।” সাজাহান, যে দিন শিবজী বাদদাহের সম্ভাষণার্থ আদিতেছেন, সেই দিন রোসিনারাকে এই সংবাদ প্রদান পুৰ্ব্বক কৌতুক করিয়া কহিলেন, “মহারাষ্ট্রপতি আদিতেছেন–কিন্তু তুমি এমনটি মনে করিও না যে তিনি আসিলেই বুদ্ধ তোমাকে ছাড়িয়া দিবেন।” রোসিনারা এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করিলেন, কিন্তু সেই হাস্য প্রভা মান্তরিক দুঃখান্ধকারই প্রকাশ করিল, তাহ সম্পূর্ণ সন্তোষ জ্ঞাপক হইল না। পরে বাদসহ-পুত্ৰী কহিলেন "বৃদ্ধ আমাকে স্বয়ং ত্যাগ না করিলে তামি তাহাক ত্যাগ করিব না। কিন্তু মহাশয়! আমার মন সম্পূর্ণ সুস্থ নহে—আমি পদে পদে বিপদ শঙ্ক করিতেছি "বৃদ্ধ বাদসাহ এই কথা শ্রবণে বিস্ময় এবং ঈষৎ ক্রোধযুক্ত হইয়। 'কহিতে লাগিলেন –বিপদ, শঙ্কা কি ?—আরঞ্জেৰ স্বয়ং পত্রদ্বারা সেই ব্যক্তিকে আহবান করিয়াছে—সে কি আপনার কথা মিথ্যা করিবে ?— দিল্লীর বাদসাহ হইয়া প্রতিশ্রুত পালনে পরায়ুখ হইলে কি সেই আসনের আর গৌরব থাকে ?” এই ৰলিয়। রোসিনারার প্রতি দৃষ্টি করিলে তাছাকে অধোবদন দেখিয়া বৃদ্ধ আপনার প্রকৃত অবস্থা স্মরণ করিলেন – “হায়! আমার আসনের অগৌরব হইবে বলিয়। আমি আরঞ্জেবের প্রতিজ্ঞায় বিশ্বাস করিতেছি ; কিন্তু যে ব্যক্তি পুত্র হইয়া পিতার অপমান করিতে পারে সে কি না করিতে পারে ?—আমি এমন অল্পবুদ্ধি ন হইলেই বা কেন রাজ্যচ্যুত হইব-অধিক বিশ্বাসই আমার কাল হইয়াছে— পূৰ্ব্বে পূৰ্ব্বে অনেকেই আমাকে কহিয়াছিল পুত্রদিগকে এত বিশ্বাস করি বেন ন—অামি কহিতাম যদি আপনার পুত্রদিগকে বিশ্বাস না কৰি, তবে কাহাকে করিব ? অার পুত্রের প্রতিও অবিশ্বাস করিয়া যদি রাজ্য कब्रिtङ कब्र, उtव थभन ब्रांछा नन्छखिाउद्दे द फांछ कि ?--श* cग्न ! জ্যেষ্ঠ পুত্র পরম বিশ্বাস-ভাজন দারীকে ! তোমারই সচ্চরিত্রত দেখিয়া আমি সকলের প্রতি সমান বিশ্বাস করিয়াছিলাম--তুমি সরল-হৃদয় হইয়া