W58 অঙ্গুরীয় বিনিময় । ছিলে-বলিয়। পাপ-পুর্ণ পৃথিবীতে স্থান श्रृंहेिtटा नt !-अभि श्रांत কতকাল এই দুঃসহ দুঃখ সহ করিব ? রে কঠিন প্রাণ! তোমার কি আরো দুঃখ ভোগ করিতে অভিলাষ আছে ? বহির হও ! যন্ত্রণা হইতে মুক্ত হই।” বৃদ্ধ বাদদাহ জ্যেষ্ঠ পুত্র দারার মৃত্যু স্মরণ করিয়া একেবারে বিচেতন প্রায় হইলেন । বৈষয়িক ভোগের প্রতি নিষ্প হত এবং বৃদ্ধাবস্থায় স্মৃতিশক্তির হ্রাস বশতঃ তিনি আর আর সকল দুঃখ ক্রমে ক্রমে বিস্তৃত হুইতেছিলেন, কিন্তু আরঞ্জেব কর্তৃক প্রিয়তম পুত্র দারা নিহত হইয়াছিল, এই মৰ্ম্মাস্তিক বেদন তাহার মনে চিরকাল সমানরূপে জাজ ল্যমান ছিল। রোসিনারা ঐ সকল সময়ে পিতামহের শাস্ত্রনার জন্য অন্য কোন উপায় না করিয়া তৎসমক্ষে দfরার স্বরচিত কাব্য পাঠ করিতেন। তিনি জানিয়াছিলেন, যেমন অগ্নিদগ্ধের অগ্নিতাপই স্বাস্থ্যকর, তেমনি সুহৃৎ-বিরহ-যাতন। সেই মুহৃদ্বিষয়িনী কথাতেই শান্ত হয় ;–অন্ত কথা সেই সময়ে বিস্তৃতুল্য বোধ ; হইতে থাকে। রোসিনারা এই বারেও সেইরূপ করিলেন । দারার বিরচিত কাব্যপাঠ একতান মনে শ্রবণ করিতে করিতে সাজtছানের নেত্রযুগল হইতে অজস্র অশ্রুধার বিগলিত হইতে লাগিল । বৃদ্ধ বহুক্ষণ পরে কছিলেন, “আহা । এমন পুত্রও মরে--আহা ! সে মরিয়াও কবিতামৃত দানে আমার তাপিত মনকে জুড়াইতেছে—হায়! যে ব্যক্তি আমার এই সকল দুঃখের মূল তাহার কোন মুখেরই অভাব নাই—আমি এমন কি পাপ করিয়াছিলাম যে, আমার ঔরসে এই রাক্ষস জন্ম গ্রহণ করিল ?— বুঝিলাম—বুঝিলাম—যে পিতাকে অবজ্ঞা করে তাহাকে আপন পুত্র হইতে অবশ্য অপমান-গ্ৰস্ত হইতে হয় ।” বোধ হয়, সাজাহান যৌবনাবস্থায় নিজ জনক জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলেন, তাহাই স্মরণ করিয়া ক্ষণকাল নীরব হইলেন —পরে আপন আপনি কহিতে লাগিলেন-“আমিঃ আপনার কৰ্ম্মের ভোগই ভুগিতেছি—তবে অরেঞ্জেবও নিষ্পাপ ?—আমার পিতাও স্বীয় জনকের প্রতিকুলাচরণ করিয়াছিলেন— তবে জামি কি জন্ত অপরাধী:হইলাম?-কপালের লিখন ?--না ! না ! তাহা হইলে অসৎকৰ্ম্ম করিয়াছি বলিয়া কি জন্য অনুতাপাগ্নি অন্তর্দাহ করিত্বে ?” * * *
পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।