অঙ্গুরীয় বিনিময় । ७ ॐ সভামগুপের ভিতর বাহির সকল স্থানেই শত শত ব্যক্তি নfন কাiেffপলক্ষে আসিয়া স্ব স্ব প্রার্থনীপত্রী হস্তে রাজসম্ভাষণের কাল প্রতীক্ষ। করিতেছেন । এইরূপে দিল্লীশ্বর স্বকীয় বিভব সমুদtয় বিস্তার করিয়া বসিয়া আছেন এমত সময়ে একজন নকীব যথানিয়মে রাজা জয়সিংহের পুত্র রামসিংহের সমভিব্যাহারে মহারাষ্ট্রদেশাধিপতি শিবঙ্গীর আগমন সংবাদ প্রদান করিল। সকলেই শিবঙ্গীর নাম শ্রী ত ছিলেন, অতএব চক্ষু কর্ণের বিধাদ ভঞ্জনার্থ সকলেই উৎসুক হইলেন, বিশেষতঃ রেসিনারা নিৰ্ণিমেষ চঞ্জে অবলোকন করিতে লাগিলেন । কিন্তু শিবাজীকে কিঞ্চিদ্বিমর্য বোধ হওয়াতে র্তাহfর অস্তঃকরণ সন্দেহাকুল श्रे:5 লাগিল । শিবঞ্জী ক্রমশঃ অগ্রবর্তী হইয়৷ নৰ্কীবের আদেশক্রমে রেইগের বহির্ভাগ হইতে বাদমাছকে তিনবার অভিবাদন করিলেন । এই করিয়া তিনি যেমন পুনৰ্ব্বার অগ্র সরণোদ্যম করিবেন নকীব উচ্চৈঃস্বরে কহিল “আলমগীর বদমাছের অনুগ্রহে শিলজী পঞ্চ-হাজারি মনসবারের পদে উন্নত হইলেন”। মহু!রাষ্ট্রপতি এই অপমান-সুচক বাক্য শ্রবণ মাত্র অতিমাত্র ক্ষুব্ধ এবং অবশ্যঙ্গ প্রায় হইয়া সম্মুখস্থ রেইল ধারণ করিলেন। পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়। কছিলেন, “দিল্লীশ্বর ! আমি স্বাধীন দেশের রাজা, আমাকর্তৃক অপনি অল্পকাল হুইল উপকৃত হইয়াছেন, বিশেষতঃ আপনকার প্রতিভূ রাজা জয়সিংহ প্রতিশ্রুত হইয়াছিলেন আমি এখানে সমাদৃত এবং সন্মানিত হইব, কিন্তু আপনি আমার এই অগৌরব করিয়া সেই কথা মিথ্যা করি. লেন”। অরেঞ্জেব উত্তর করিলেন তুমি কি জন্য আপনাকে অপমানিত বোধ করিতেছ বুঝিতে পারিলাম ন—তুমি আমার সেনাপতির যুদ্ধে প্রায় পরাজিত হইয়া সন্ধি করিয়tছ—যুদ্ধে জেতার যাহা ইচ্ছ। বিজিতের প্রতি তাহাই করিতে পারে—তথাপি জয়সিংহের সাহিত তোমার কি কি কথা হইয়াছিল তাহ আমার বিদিত নাই—অতএব যাবৎ কাল পত্রদ্ধার তৎ সমুদায় বিজ্ঞাত না হওয়া যায়, তাবৎ তুমি এই নগরে অবস্থান কর, নগরপাল তোমার বাসাবট নির্দিষ্ট করিয়া দিবে, এবং রামসিংহ সৰ্ব্বদ তত্ত্বাবধান করিবেন—পরে আমি যথাযোগ্য শিরোপা দিয়া বিদায় করিব” ।
পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।