9 е অঙ্গুরীয় বিনিময় | করিতেছে যে, আমি জয়সিংহের পত্র পাইয়াই তাহার গৌরব করিয়া বিদায় করিব—কি মূর্গ ! "জয়সিংহ’—‘জয়সিংহ’-এই নামট আমার তা ত্যন্ত কণ-জলি কর হইয়াছে—সে আমার অনেক উপকার করিয়াছে বটে, কিন্তু য়ে উপকার করিতে পারে যে অপকারেও অসমর্থ নহে—আর কাৰ্য্যসাধন হষ্টয়া গেলে সেই সাধনোপযোগী উপায়েরই বা তাtবশ্যকতা কি ? ফল পাড়া হইলে আকর্ষীতে কি প্রয়োজন ?—কিন্তু জয়সিংহকে নষ্ট করিতে পারিলেই বা কি হইবে ? পিত। কাহাকে না পরাজয় করিয়াছিলেন ?—মামার ও ত পুত্ৰ আছে—সে অত্যন্ত বশীভূত বটে—তথাপি অগ্রে সাবধান হওয়া বিধেয়—আর এক্ষণে কে বা আমার শত্র কে বা মিত্র তাহা ও জানিলে ভাগ হয়”—এইরূপ চিন্ত করিয়া ক্ষণ কাল পরে আকাশদত্ত দৃষ্টি হইয়া কহিলেন “জয়সিংহ! সাবধান –এই পরীক্ষায় ঠেকিলেই নষ্ট হইবে —আমার দোষ নাই—পুত্র ! তোমারও এই পক্ষচ্ছেদ করিলাম, আর কখন উড়িবার যত্ন করি ও না”। এই বলিয়া বfদসtহ অতি সাবধানে আপন পুত্রকে এক পত্র লিখিলেন, তাহার মৰ্ম্ম এই—“হে আত্মজ! তুমি আমার একান্ত বশীভূত অতএব তোমার দ্বারাই একটি বিষম সঙ্কটাবহ পরীক্ষা করিতে সাহস হয়, অন্ত কোন পুত্রের দ্বারা হয় না । তোমাকে শৈশবাবধি আমার বশীভূত হইতে শিক্ষা দিয়াছি ; অধিককাল গত ছয় নাই, তোমার সাহস এবং আজ্ঞানুবৰ্ত্তিতা পরীক্ষার্থ একটা ব্যান্ত্রের সহিত তোমাকে একাকী যুদ্ধ করিতে কহিয়াছিগাম তুমি তাহাও করিয়াছিলে । আমি অনেক ক্লেশে এই ভারত রাজ্য গ্ৰহণ করিয়াছি, অতএব নিশ্চয় জানিও ষে, যে পুত্র আমার সর্বতোভাবে বশীভুত থাকিবে, তাহাকেই রাজ্যাধিকারী করিয়া যাইব । তোমার জ্যেষ্ঠভ্রাতা মহম্মদ বিবিধ গুণশালী হইয়াও আমার আজ্ঞ লঙ্ঘন করিয়াছিল বলিয়াই গোয়ালিয়রের দুর্গে জীবনাবশেষ করিতেছে --সাবধান ! যেন তোমার ও সেই দশ না হয়। তুমি এই পত্র প্রাপ্তিমাত্র রাজা জয়সিংহ প্রভৃতি সকল সেনাপতিদিগকে নিভৃতে আহবান করিয়া কহিবে যে, আমি পিতার প্রতিকুলে বিদ্রোহ করিয়ু স্বয়ং রাজ্যেশ্বর হইব । ষে যে তোমার পক্ষতবিলম্বন করিতে স্বীকার করিবে তাহাদিগের নাম লিখিয়া অচিরাং আমার নিকট প্রেরণ
পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।